ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

দেহ ব্যবসা কান্ডে জনপ্রিয় মডেলের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১০:৫৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১০:৫৮:১২ অপরাহ্ন
দেহ ব্যবসা কান্ডে জনপ্রিয় মডেলের কারাদণ্ড
বিনোদন ডেস্ক
দরিদ্র পরিবার থেকে উঠে এসে লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো মেগা তারকার সঙ্গে ফটোশুট করেছেনধীরে ধীরে হয়ে ওঠেন ব্যাপক জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারহলিউড তারকা থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও ছিল সুসম্পর্কতার নাম ক্যাট টরেসজনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার এবং প্রাক্তন ব্রাজিলিয়ান মডেল মানব পাচার এবং নারীদের দিয়ে দাসত্বের অভিযোগে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেনসামাজিক মাধ্যমে সবার চোখে ক্যাট টরেস ছিলেন পরোপকারী এক নারীদুঃস্থ তরুণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সচেতনতা মূলক ভিডিও পোস্ট করতেন নিয়মিততবে এসব কিছুই ছিল তার ফাঁদযেই ফাঁদে পা দেওয়া তরুণীদের ক্রীতদাসে পরিণত করতেন তিনিএরপর দেহব্যবসায় বাধ্য করতেনক্যাট টরেস নামের এই নারীকে ৮ বছরের সাজা দিয়েছে আদালতযার সঙ্গে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সুসম্পর্ক ছিলবিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ব্রাজিলে শৈশব কাটিয়েছিলেন ক্যাটছোটবেলা থেকেই নানা রকম হেনস্থার শিকার হয়েছিলেন তিনিতাই খুব কম বয়সে ব্রাজিল থেকে আমেরিকায় চলে যানঅর্থের কোনো সমস্যা কোনো দিনই ছিল নাআমেরিকায় গিয়ে নিউইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে শুরু করেন তরুণীনিউইয়র্কের অ্যাপার্টমেন্টে ক্যাটের সঙ্গে থাকতেন তার রুমমেট লুজার টোয়ারস্কাইবিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লুজার বলেন, ‘ক্যাটের বহু খ্যাতনামী ব্যক্তির সঙ্গে আলাপ ছিলতাদের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য টাকা পেতেনবিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার খরচও ওই খ্যাতনামীরাই দিতেন লুজারের দাবি, হলিউড তারকাদের সংস্পর্শে থাকার পর আয়াহুয়াস্কা নামে এক নেশাজাত দ্রব্য গ্রহণ করতে শুরু করেন ক্যাটওই মাদকের নেশায় ধীরে ধীরে তার আচার-আচরণেও পরিবর্তন হয়খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন ক্যাটআত্মজীবনীও লিখে ফেলেন তিনিশৈশবে তিনি কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন সে কথা বইয়ে উল্লেখ করেনবিভিন্ন পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলের শোয়েও তার মুখ নিয়মিত দেখা যেতকানাঘুষা শোনা যায়, জনপ্রিয় হলি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিয়োর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ক্যাটসামাজিক মাধ্যমে ক্যাট তার অনুগামীদের সঙ্গে কথা বলা শুরু করেনজীবনদর্শন নিয়ে নানা ধরনের উপদেশ দিতেনসবই করতেন অর্থের বিনিময়েক্যালিফোর্নিয়ায় জ্যাক নামে এক তরুণের সঙ্গে আলাপ হয় ক্যাটেরতাকে বিয়ে করে টেক্সাসে পাঁচ বেডরুমবিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেনসেখানে সচেতনতামূলক ভিডিও বানানোর নামে অন্য তরুণীদের সঙ্গে আলাপ করতেনএরপর তাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেনব্রাজিলের বাসিন্দা অ্যানা ছিলেন ক্যাটের অনুগামীবস্টনের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তিনিবিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধীরে ধীরে আমি পরিবার এবং বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলামক্যাটের সব কথা অক্ষরে অক্ষরে পালন করতামক্যাটের কথায় ২০১৯ সালে ওর সহকারী হিসাবে কাজ করার জন্য পড়াশোনা ছেড়ে নিউ ইয়র্ক চলে গিয়েছিলামকিন্তু সেখানে যাওয়ার পর আমার স্বপ্নের দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অ্যানা বলেন, ‘জামাকাপড় কাঁচা থেকে শুরু করে রান্না করা, ঘর পরিষ্কার করা, ক্যাটের পোষ্যদের যত্ন নেওয়া আমার কাজ ছিলতার পরিবর্তে আমায় পারিশ্রমিক দেওয়া কথা ছিল ক্যাটেরকিন্তু সে আমায় কোনো টাকা দেয়নিযা ভেবেছিলাম, বাস্তব তার বিপরীত ছিলসহ্য করতে না পেরে তিন মাস পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাই অ্যানা একাই ক্যাটের অত্যাচারের শিকার হননিপার্লনামে এক তরুণীকে বন্দি করে রেখেছিলেন ক্যাটবিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্যাটের নির্দেশ না মানলে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতেন তিনিপার্ল বলেন, ‘ঘর থেকে বেরনোর জন্য, এমনকি শৌচালয় যাওয়ার জন্যও ক্যাটের অনুমতি নিতে হত পার্লের অভিযোগ, ‘আমায় জোর করে দেহব্যবসায় নামিয়েছিল ক্যাটপ্রতিদিন দেড় থেকে আড়াই লাখ টাকা উপার্জন না করলে আমায় বাড়ি ঢুকতে দিত নাভয়ঙ্কর তন্ত্রের চর্চা করত ক্যাটআমি প্রতিবাদ জানালেই ভয় দেখাতে শুরু করতএমন বহু রাত গিয়েছে, যখন আমি রাস্তায় ঘুমিয়েছি ২০২২ সালে ব্রাজিলের দুই তরুণীর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েতাদের পরিবারের সদস্যেরা তদন্তকারী সংস্থা এফবিআইকে জানান, ক্যাট ওই দুই তরুণীকে বন্দি করে রেখেছেনখবর পাওয়ামাত্র ওই দুই তরুণীকে নিয়ে টেক্সাস ছেড়ে মেইনে চলে যান ক্যাটঅভিযোগ, সেখানে গিয়ে সামাজিক মাধ্যমে দুই তরুণীকে দিয়ে জোর করে একটি ভিডিও পোস্ট করান তিনিক্যাটের সঙ্গে তারা যে ভালো রয়েছেন, ভিডিওতে সেই দাবি করেন দুজনতদন্তে নেমে ২০২২ সালের ডিসেম্বর মাসে দুই তরুণীকে উদ্ধার করে ব্রাজিলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়ক্যাটকেও আট বছর বছর জেলের নির্দেশ দেয় আদালত
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য