বিনোদন ডেস্ক
শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগে ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন। তবে এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক। অ্যাকশন-থ্রিলার ঘরানার কিং সিনেমা পরিচালনা করবেন সুজয় ঘোষ। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন ডনের চরিত্রে আর অভিষেককে দেখা যাবে অত্যাধুনিক ভিলেন হিসেবে। যে শাহরুখের মাফিয়া চক্রকে ধ্বংস করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই প্রথম বাণিজ্যিক ঘরানার অ্যাকশন সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করবেন অভিষেক। এমন চরিত্রের প্রস্তাব পেয়ে প্রথমে অবাক হয়েছিলেন তিনি। তবে চরিত্রের গুরুত্ব শুনে হ্যাঁ করতে সময় নেননি। ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। সুহানা অভিনয় করবেন এমন এক তরুণীর চরিত্রে, যে বিপজ্জনক অবস্থা থেকে নিজেকে বাঁচানোর লড়াই করছে। সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছেন সুহানা খান। কয়েক মাস ধরে প্রশিক্ষণ চলছে তাঁর। বাবা শাহরুখ খানও থাকছেন কিছুকিছু সেশনে। বিশ্বমানের ট্রেনারদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। কিং প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির। ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে কিং, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
