বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। বেশকিছু হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন তিনি। তবে আজকাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। প্রায়ই নানা বিষয় নিয়ে ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট ছাড়েন তিনি। সেগুলো আলোচনা ও সমালোচনায় রাখে এই নির্মাতাকে। তার নানা রকম স্ট্যাটাস নিয়েও চলে হইচই। গতকাল মঙ্গলবার তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে দাবি করেছেন, তার মেরুদণ্ড খুঁজে পাচ্ছেন না। তাই দেশ নিয়ে কোনো কথা বলতে পারছেন না। তিনি লেখেন, ‘আমার মেরুদণ্ডটি খুঁজে পাচ্ছি না। তাই দেশ নিয়ে কোনো কথা বলতে পারছি না।’ তার সেই স্ট্যাটাসের নিচে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ টেনে এনেছেন চলমান কোটা সংস্কার আন্দোলনকে, কেউবা অনন্য মামুনের সঙ্গে মালেক আফসারীর চলমান দ্বন্দ্ব নিয়ে কথা বলছেন। অনেকে আবার নানা রকম ব্যাঙ্গাত্মক মন্তব্যও করছেন। এদিকে ‘পাসওয়ার্ড’ খ্যাত এই নির্মাতা সম্প্রতি ‘জেমস’ নামে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গ বিডির প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবিতে মালেক আফসারী নায়ক হিসেবে চান শাকিব খানকে। শাকিবের শিডিউল জটিলতাসহ আরও কিছু কারণে ‘জেমস’ অনেকটাই অনিশ্চিত।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
