ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান, দুঃখ লাগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে একমাত্র লক্ষ্য

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০২:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০২:১৯:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে একমাত্র লক্ষ্য
মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নেমে দেয়া সেøাগান নিয়ে মনোক্ষুণ্ন প্রধানমন্ত্রীতিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে এদেশে অত্যাচার করেছেতাদের সেই অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় নাগতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরএবং শুদ্ধাচার পুরস্কারপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন
শেখ হাসিনা বলেন, লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা-বোন নির্যাতিতাতাদের এ অবদান ভুললে চলবে নাতা মনে রাখতে হবেপাকিস্তানি হানাদার-রাজাকার এ দেশে এত অত্যাচার করেছেআমার খুব দুঃখ লাগছে, কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকারতারা কী জানে ৭১ সালের ২৫ মার্চ সেখানে কী ঘটেছিলতিনশ মেয়েকে হত্যা করেছিল৪০ জনকে ধর্ষণ করেছিল, এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিলঅনেক মেয়ে শাড়ি-ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো নাওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতদিনের পর দিন তাদের পাশবিক অত্যাচার হতোযখন তাদের উদ্ধার করা হয়, আমাদের মিত্রশক্তি ভারতের এক শিখ সৈন্য তারা মাথার পাগড়ি খুলে ওই মেয়ের গায়ে পেঁচিয়ে উদ্ধার করে নিয়ে আসেএটা একটা ঘটনা না, বহু ঘটনা এরকমতিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্যলাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, লাখো মা-বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে নাএটা মনে রাখতে হবেতিনি বলেন, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে শান্তি কমিটিতে, কেউ রাজাকার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনিকিন্তু যে বাহিনীগুলো তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো, অত্যাচার করতো, লুটপাট করতো, গণহত্যা চালাতোতাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের বিচার করে, অনেকের ফাঁসিও দিয়েছিবিচারে যারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছেতিনি আরও বলেন, দুর্ভাগ্য এখন যখন শুনি মেয়েরাও সেøাগান দেয়, কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিলো? কি তারা শিখলো? প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, জাতির পিতার একটি ডাকে এ দেশের মানুষ, ঘর-বাড়ি, পরিবার সব কিছু ছেড়ে দিয়ে যুদ্ধে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেআর এই যারা বাহিনীতে (রাজাকার-আল বদর-আল শামস) ছিল তারা এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেসেটা ভুলে গেলে চলবে নাশেখ হাসিনা বলেন, আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে, তাহলেই এদেশ এগিয়ে যাবেসেটা যে বাস্তবতা ৭৫-এর পর যারা ক্ষমতায় ছিল ২১ বছর, তারপর ৯ বছর দেশকে কি দিতে পেরেছে? কিচ্ছু দিতে পারেনিকিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করিযখন ক্ষমতায় এসেছি মাত্র ১৫ বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশবিশ্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত বাংলাদেশসেই দলটা তো থাকতে হবেগত রোববার বিকালে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেখানে কোটা নিয়েও কথা বলেন তিনিপরে সন্ধ্যা রাত থেকে মধ্য রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেমিছিল থেকে আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার; কে বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচারস্লোগান দিতে দেখা যায়
বিক্ষোভকারীদের দাবি, সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সময় সাংবাদিক এবং প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের কটাক্ষ করেছেন এবং তাদের রাজাকারের বাচ্চা বলেছেনএর প্রতিবাদে রাতে তারা বিক্ষোভ করছেআজও তাদের কর্মসূচি চলছেতবে আওয়ামী লীগ ও সরকার সমর্থকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছেসরকার সমর্থকদের অনেকে সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়ার লাইভ থেকে বিক্ষোভকারীদের আবারও শোনার আহ্বান জানিয়েছেনঅনুষ্ঠানে দেশকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এই বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে নামাথা নত করে চলবে নাবিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবোসেই বিশ্বাস নিয়ে আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই: সরকারি চাকরিজীবীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা ২০১৫ সাল থেকে বৃদ্ধি করে দিয়েছিতার কারণ আমি চাই যারা কাজ করবেন তাদের যদি অনবরত নিজের সংসার নিয়ে চিন্তা থাকতে হয়, তাহলে দেশের কাজে মনোনিবেশ করতে পারেন নাসেটা বিবেচনা করেই আপনার জীবনটা যাতে সুন্দর হয়, সেই বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ সব দিকে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিআমরা দুর্নীতিমুক্ত সমাজ যেমন গড়তে চাইসেই সঙ্গে সঙ্গে যারা কাজ করে তাদের যোগ্যতা ও দক্ষতা যাতে হয়, অর্জন করতে পারেন সেদিকেও দৃষ্টি দিয়েছিসরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেনঅবশ্যই এখন আমরা দুর্নীতির জিরো টলারেন্স ঘোষণা করেছিদুর্নীতি ধরতে গেলে পরে সরকারের ওপর দায় চাপিয়ে দেয়া হয়, আমরা এটা বিশ্বাস করি নাদুর্নীতি খুব কম লোকেই করে কিন্তু তার বদনামটা হয় বেশিএ কারণে যারাই দুর্নীতির সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবেসরকারের বদনাম হবে কি না, সেটা কেয়ার করি নাআমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষ কল্যাণে কাজ করে সেই ব্যবস্থাটা নিতে চাইসেই পদক্ষেপটা নিয়েছি যে, কোনো মতে দুর্নীতিকে প্রশ্রয় দেব নাআর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা আনার নির্দেশনা দেন সরকার প্রধান
পত্রপত্রিকায় কি লিখলো সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই: কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমার অনুরোধ পত্রপত্রিকায় কি লিখলো সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই, ঘাবড়াবারও কিছু নেইবরং দেখবেন এর কোনো সত্যতা আছে কি না? যদি না থাকে ওইটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেনওইটা পড়ারও দরকার নেইএটা হলো আমার পরামর্শআমি নিজেও অনেক পত্রিকা পড়ি নাকেন? দেশটা আমারদেশকে ভালোভাবে চিনি, জানিসেই ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িতজন্ম নিয়েছি জাতির পিতার ঘরেএ দেশের কীভাবে ভালো হয়, মন্দ হয় আমাদের জানার কথা বেশি, আর কারও নাআর কেউ জানতে পারে নাএসময় উপস্থিত কর্মকর্তাদের করতালি দিতে দেখা যায়তিনি বলেন, আপনারাও দেশের পরিচালকআমরা পাঁচ বছরের জন্য আসিআপনারা স্থায়ী সময় নিয়ে আসেনআমরা দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে এতদূর এসেছিহঠাৎ করে অস্ত্র হাতে ক্ষমতা দখল করে, টেলিভিশনে ঘোষণা দিয়ে ক্ষমতায় আসি নাইতাই দেশের প্রতি ইঞ্চি মাটি-মানুষ আমার চেনাদেশের উন্নয়ন করা আমাদের লক্ষ্যসেটা বাস্তবায়ন করতে গিয়ে কে কি লিখলো, সেটাতে ঘাবড়ে যাওয়া, সেটা নিয়ে বেশি দুশ্চিতা করা উচিত নানিজের আত্মবিশ্বাস, বিবেক-বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেনএ আত্মবিশ্বাস, মর্যাদা নিয়ে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন
এবারে বন্যা হওয়ার আশঙ্কা আরও বেশি: এবারের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রীতিনি বলেন, এবারে বন্যা আসার আশঙ্কা আরও বেশিএকটা সময় প্রচণ্ড খরা ছিলহিমালয়ের বরফ অনেক গলেছেযে পানিটা চলে গেছে নদী ও সাগরেযদি সাগরে পানি আরও উচ্চস্তরে পৌঁছে যায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা আছেসামনে শ্রাবণ-ভাদ্রএ মাসে বন্যাটা বেশি দেখা দেয়প্রথমে উত্তর দিকে, ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকেসেইদিকে মাথায় রেখে এখন থেকে প্রস্তুতি নিতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স