ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপিÑ আতিক মুজাহিদ

রফতানিতে ব্যবহার করছে না রেল ট্রানজিট

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০২:১৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০২:১৫:৫৯ অপরাহ্ন
রফতানিতে ব্যবহার করছে না রেল ট্রানজিট
বাংলাদেশ ভারতের কাছ থেকে রেল ট্রানজিট পেয়েও ব্যবহার করছে নামূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমতি না দেয়ায় বন্ধ রয়েছে রেলপথে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পণ্য রফতানিফলে ব্যবসায়ীরা পণ্য ভারতের কলকাতা ও হলদিয়া বন্দরে খালাস করে ওই দেশের সড়ক কিংবা রেলপথ ব্যবহার করে নেপালে পাঠাচ্ছেএতে ভারতের লাভ হলেও বাংলাদেশের কোনো আয় হচ্ছে নাএমন পরিস্থিতিতে কেন ভারত হয়ে নেপালে পণ্য রফতানির অনুমতি দিচ্ছে না তা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জানতে রেল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে রেলওয়েআর এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, বাংলাদেশ ও নেপালের মধ্যে সই হওয়া ট্রানজিট চুক্তির আওতায় অপারেটিং মডালিটিস অনুমোদিত না হওয়ায় রফতানির অনুমতি দেয়া সম্ভব নয়বাংলাদেশ রেলওয়ে এবং আমদানি-রফতানি বাণিজ্যে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, ১৯৭৭ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট চুক্তি সই হয়২০১১ সালে সংশোধিত হয়চুক্তি অনুযায়ী পণ্য বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে যায়এই পথ দিয়ে ২০১৮-১৯ অর্থবছরে ২৫ হাজার ৩৭৬ টন সার নেপালে পাঠানো হয়েছেপরের অর্থবছরে কোনো অর্ডারই পাওয়া যায়নিকিন্তু এর এক বছর পর ২০২০-২১ অর্থবছরে দ্বিগুণেরও বেশি ৫৪ হাজার ৫১০ টন সার রফতানি করা হয়পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় মাত্র ৪ হাজার ৫২৫ টনে২০২৩ সালে নেপালে ৫৫ হাজার ডিএপি সার রফতানির আদেশ পায় ঢাকার একটি প্রতিষ্ঠানপ্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল, চীন থেকে আমদানি করা সার চট্টগ্রাম বন্দরে খালাসের পর লাইটার জাহাজে যশোরের নওপাড়ায় আনবেসেখানে সারগুলো ৫০ কেজির বস্তায় ভরে যশোর-খুলনা রেলপথে দিয়ে বাংলাদেশের রোহনপুর সীমান্ত, ভারতের সিংগাবাদ হয়ে নেপালে রফতানি করবেকিন্তু এনবিআরের অনুমতি না মেলায় তা হয়নিকিন্তু বাংলাদেশের অনুমতি না পেয়ে ভারতে ওই সার খালাস করে সেখান বস্তায় ভরার পর নেপালে পাঠানো হয়অথচ বাংলাদেশে সার খালাসের পর ভারতের দেয়া ট্রানজিট ব্যবহার করে নেপালে রফতানি করলে দেশেরই লাভ হতোপণ্য খালাসের জন্য যে টাকা কলকাতা বন্দর পেয়েছে, তা চট্টগ্রাম বন্দর পেত৫৫ হাজার টন সারের জন্য ১১ লাখ বস্তার প্রয়োজন হয়েছেএগুলো বাংলাদেশ থেকে কিনলে দেশের লাভ হতোবাংলাদেশি শ্রমিকরা কাজ পেতেনকিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় রফতানির পুরো সুবিধা ভারত পেয়েছেকলকাতা বন্দর রাজস্ব পেয়েছে, সে দেশ থেকে বস্তা কিনতে হয়েছেআর ৫৫ হাজার টন সার রফতানিতে রেলের আয় যতটা না হতো, তার চেয়ে বেশি হতো ব্যবসা সম্প্রসারণের সুযোগচলতি অর্থবছরে ৭৪ হাজার টন সার আমদানির আগ্রহ জানিয়েছিল নেপালকিন্তুঅনুমতি জটিলতায় রেলওয়ে এতে সাড়া দেয়নি।  সূত্র জানায়, রেলওয়ে ট্রানজিট চুক্তির আওতায় অনেক বছর ধরে নেপালে পণ্য রফতানি করছেগত বছরের ১৭ মে দেশ ট্রেডিং করপোরেশন সার রফতানির জন্য রেল ব্যবহারের আবেদন করে৩১ মে ভারতের রেল কর্তৃপক্ষ ভারতীয় ওয়াগনে করে দেশটির রেলপথ ব্যবহার করে রফতানির অনুমতি দেয়কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরের অনুমোদন না মেলায় নেপালে পণ্য রফতানি বন্ধ রয়েছেবাংলাদেশ-নেপালের বাণিজ্য সচিব পর্যায়ের সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রানজিট চুক্তি অনুযায়ী নির্ধারিত রুটে আমদানি-রফতানি করা যাবেএর জন্য অন্য কোনো প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন নেইকিন্তু কী কারণে বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে না, তা রেল মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে চিঠি দেয়া হয়েছেঅনুমতি প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছেএদিকে কী কারণে রেল ট্রানজিট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না- এ বিষয়ে এনবিআরের আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কূটনৈতিক কারণে বাণিজ্য মন্ত্রণালয় নেপালের সঙ্গে ট্রানজিট স্থগিত রেখেছেতাই এনবিআর অনুমতি দিতে পারেনিএ অনুমতি দিলে মোংলা বন্দর ও রোহনপুর স্টেশনে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেত ও দেশের লাভ হতো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স