ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে
কনমেবল কোপা আমেরিকা : মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তার লক্ষ্যভেদী শটে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

কোপা আর্জেন্টিনার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১১:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১১:৩৬:৪১ পূর্বাহ্ন
কোপা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলোগত দুই বছর ধরে ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া তাদের ঘাম ছুটিয়েছেশেষ পর্যন্ত  এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজের একমাত্র গোল গড়ে দিয়েছে পার্থক্যমায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তার লক্ষ্যভেদী শটে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনাপ্রথম দক্ষিণ আমেরিকান ও বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর ট্রফি জিতলো তারা, যে কীর্তি সবার আগে গড়েছিল স্পেনআর উরুগুয়েকে পেছনে ফেলে কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম ট্রফি হাতে নিলো আলবিসেলেস্তেরা২০২১ সালে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনাতারপর থেকে প্রাপ্তির খাতায় কেবল যুক্ত হয়েছে একেকটি সাফল্য২০২২ সালে কাতার বিশ্বকাপে হয়েছে চ্যাম্পিয়ন, তার আগে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে জিতেছিল ফাইনালিসিমাআর এবার ধরে রাখলো কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বতিন বছরে তারা হাতে নিলো চার শিরোপাম্যাচ শুরুর আগেই বিশৃঙ্খলা দেখা দেয় হার্ড রক স্টেডিয়ামের বাইরেকলম্বিয়ান ভক্তরা টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে কনমেবল বাধা দেয়শৃঙ্খলা ফেরাতে তারা খেলা পিছিয়ে দেয়সোয়া এক ঘণ্টা পর খেলা গড়ায় মাঠেভালোয় ভালোয় খেলা শুরু হয় এবং দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনা সুযোগ তৈরি করেছিলবাঁ প্রান্ত থেকে গনসালো মন্তিয়েলের ক্রস বক্সের মধ্যে খুঁজে পায় জুলিয়ান আলভারেজকেতার নেওয়া প্রথম শটে জোর ছিল নাফাঁকায় বল পেয়ে ষষ্ঠ মিনিটে লুইস দিয়াজ আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করেনকাছের পোস্ট থেকে নিচু শট নিয়েছিলেন তিনিকিন্তু আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজ সেভ করেন সহজেপরের মিনিটে জেমস রদ্রিগেজের চমৎকার বানিয়ে দেওয়া বলে জন করদোবা অ্যাক্রোবেটিক শট নেন, যা পোস্টের বাইরে আঘাত করে১৩ মিনিটে কর্নার থেকে জেমসের উড়িয়ে মারা বলে কার্লোস কুয়েস্তা লক্ষ্যে হেড করেছিলেনএবারও মার্টিনেজ বেশ ভালোভাবে ধাক্কা সামলে নেনতিন মিনিট পর আবারও জেমস পরীক্ষা নেন আর্জেন্টাইন কিপারকেআর্জেন্টিনা ২০ মিনিটে কলম্বিয়ার ডিফেন্সে আতঙ্ক ছড়ায়অ্যাঞ্জেল ডি মারিয়ার নিচু ক্রসে লিওনেল মেসি প্রথম শট নিলে তা ব্লক করেন প্রতিপক্ষ ডিফেন্ডারডেভিনসন সানচেজের পাসে কলম্বিয়ার কেউ পায়ে বল নিতে পারেননি, সরাসরি মার্টিনেজের হাতে চলে যায় বলকলম্বিয়া গোলের পরিষ্কার সুযোগ পায় ৩৩ মিনিটেবেশ দূর থেকে জেফারসন লারমা লক্ষ্যে শট নেনগোলমুখের সামনে ভেসে আসা বল ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন মার্টিনেজকলম্বিয়া আর্জেন্টিনার চেয়ে ভালো সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগের কারণে জালের দেখা পায়নিদ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে গোড়ালির ব্যথায় মাটিতে পড়ে যান মেসিদুই মিনিট পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যান আর্জেন্টাইন অধিনায়কতার বদলি হন নিকো গনসালেসডাগআউটে বসে কাঁদতে দেখা যায় মেসিকে৭৮ মিনিটে জেমসের ফ্রি কিক ক্রসে বল পান কার্লোস কুয়েতাতার হেড লক্ষ্যে ছিল না
৮৮ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে নিকো গনসালেস গোলমুখের সামনে হেড করেনআলভারেজকে শুধু বল ঠেলে দিলেই হতো, কিন্তু সময়মতো পা ছোঁয়াতে পারেননিইনজুরি টাইমের প্রথম মিনিটে বক্সের মধ্যে ভালো অবস্থানে বল পেয়েছিলেন ডি মারিয়াকিন্তু ভারসাম্য রাখতে না পেরে শট নিতে ব্যর্থ হন আর্জেন্টাইন প্লে মেকারস্কোর গোলশূন্য থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়েপ্রথম ৯০ মিনিটে আধিপত্য দেখানো কলম্বিয়া ছন্দ হারায় এক্সট্রা টাইমেঅতিরিক্ত ৩০ মিনিটের খেলায় প্রথম সুযোগ তৈরি করে আর্জেন্টিনা৯৫ মিনিটে রদ্রিগো ডি পল দৌড়ে বক্সে ঢোকেনব্যাকপোস্টে গনসালেসকে পেয়ে কাটব্যাক করেনগনসালেসের দুর্বল শট সরাসরি ধরে ফেলেন ক্যামিলো ভার্গাসসাত মিনিট পর জায়গা খুঁজে নিয়ে জন আরিয়াস দূর থেকে শট নেনতার শট ডিফ্লেক্টেড হয়ে মার্টিনেজের হাতে ধরা পড়েদ্বিতীয়ার্ধে ১০৭ মিনিটে ডানদিক থেকে ডি মারিয়ার ভাসানো ক্রস গোলমুখের সামনে পেয়েও বলে পা ছোঁয়াতে পারেননি লাউতারোপরের মিনিটে ম্যাচ সেভিং ব্লক করেন লিসান্দ্রো মার্টিনেজউরাইব বক্সের মধ্যে বল পেয়ে যথেষ্ট সময় নিয়ে গোলে শট নিতে চেয়েছিলেনশেষ মুহূর্তে ট্যাকল করে ব্লক করেন লিসান্দ্রো৯৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের বদলি মাঠে নামেন লাউতারোপাঁচ মিনিট পর জিওভানি লু সেলসোর থ্রু বলে বক্সের মধ্যে ঢুকে গোলকিপার ভার্গাসের শরীরের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান তিনিতার ২৯তম আন্তর্জাতিক গোলে ১১২ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনাচলতি আসরে পঞ্চম গোল করে গোল্ডেন বুটও নিশ্চিত করে ফেলেন এই ফরোয়ার্ড১১৬ মিনিটে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠ ছাড়েন অশ্রুসিক্ত ডি মারিয়াখেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে বক্সের মধ্যে বোরহা পড়ে গেলে পেনাল্টি দেখার জন্য রেফারিকে জোরাজুরি করতে থাকেন কলম্বিয়ান খেলোয়াড়রাতা আমলে নেননি ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউসমার্টিনেজ গোল কিক নিতেই শেষ বাঁশি বাজান তিনিআনন্দে মেতে ওঠেন আকাশী-নীল জার্সিধারীরা২০২২ সালের ফেব্রুয়ারিতে এই আর্জেন্টিনার কাছে হারের পর থেকে অপরাজিত ছিল কলম্বিয়া, এবার একই দলের কাছে অজেয় মর্যাদা হারালো তারাওইবারও গোল করেছিলেন লাউতারোকলম্বিয়া জিতেছে ফেয়ার প্লে ট্রফিগোল্ডেন বুট পেয়েছেন লাউতারোআর কোপা আমেরিকা ও বিশ্বকাপের পর এবারও গোল্ডেন গ্লাভ জিতলেন মার্টিনেজ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য