ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা ফারুকের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন-জামায়াত দুই দলের সংস্কার প্রস্তাব জমা জাতীয় ঐকমত্য কমিশনে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ -উদ্বেগে উদ্যোক্তারা বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর : এনবিআর চেয়ারম্যান চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি আত্মপরিচয়ে পহেলা বৈশাখ উজ্জ্বল উপাদান-তারেক রহমান পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন -জিএম কাদের প্রত্যেকে নিজ নিজ উপায়ে, রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন-প্রধান উপদেষ্টা ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ১২ জন গ্রেফতার কদমতলীতে গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড হাঁকডাক করে বিনিয়োগ সম্মেলনের সুবিধা পাবে না বাংলাদেশÑ এবি পার্টি চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট সরকারের মেয়াদ দীর্ঘ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে- প্রিন্স ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় ছোট হচ্ছে বিমানের বহর নিঝুমদ্বীপে সংরক্ষিত বনাঞ্চলে অব্যবস্থাপনা, ব্যর্থ টাস্কফোর্স রিজার্ভে উন্নতি, নিট রিজার্ভেও আশার আলো : বাংলাদেশ ব্যাংক তিন মাস ধরে বন্ধ ইয়াংগুন টেকনাফ সীমান্ত বাণিজ্য ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১ ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত ২০: জেলেনস্কি

বান্দরবান সীমান্তে একমাস পর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন
বান্দরবান সীমান্তে একমাস পর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু বান্দরবান
অবশেষে খুলেছে মিয়ানমারের সঙ্গে লাগোয়া বান্দরবান সীমান্তে বন্ধ থাকা পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। গতকাল বুধবার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে ওঠায় স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। গতকাল বুধবার থেকে স্কুলগুলোতে ক্লাস চলবে।
এর আগে ১৩ জানুয়ারি থেকে মিয়ানমার সীমান্তের ওপারে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লাগাতার গোলাগু?লি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত হয়ে সীমান্তের এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে ৬ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও এতদিন পর্যবেক্ষণ করে প্রশাসন। অবশেষে এতদিনেও আর কোনো গোলাগুলির ঘটনা না থাকায় গত মঙ্গলবার থেকে বিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
প্রতিষ্ঠানগুলো হলো- ঘুমধুম সীমান্ত এলাকার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম মিসকাতুল নবী দাখিল মাদ্রাসা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স