ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

কুমিল্লায় দুই ভাইকে হত্যায় : ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১০:১৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১০:১৩:৩৩ পূর্বাহ্ন
কুমিল্লায় দুই ভাইকে হত্যায় : ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতগতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেনমৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরী গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), আলমগীর হোসেন (৩৮), মো. মামুন (২৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরীর হায়দার আলী (৬৫), আবদুল মান্নান (৩২), জামাল হোসেন (৪৫), আবুল বাশার (২৮), জাকির হোসেন, আবদুল কাদের (৩২) ও একই গ্রামের আবদুল কুদ্দুস (৪৫)তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়এ মামলায় খালাস পেয়েছেন দুজনতারা হলেন একই গ্রামের মো. আমান (৪০) ও একই উপজেলার গ্রাম চৌয়ারার মো. সেলিম মিয়া (৫০)হত্যার শিকার দুজন হলেন একই এলাকার মো. গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই মো. জামাল হোসেনরায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তোফায়েল আহমেদ তোঁতা ও হারুনুর রশিদ ছাড়া বাকি সবাই অনুপস্থিত ছিলেনমামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট রাতে ধনাইতরী জামতলা এলাকায় একটি দোকানে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মো. তোফায়েল আহমেদ তোঁতা মিয়াসহ স্থানীয় কয়েকজন মো. গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যানএ অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসক প্রথমে মো. গিয়াস উদ্দিনকে পরে জামাল হোসেনকে মৃত ঘোষণা করেনএ ঘটনায় মো. গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেনএ মামলায় গ্রেপ্তারের পর মো. হারুনুর রশীদ ও আবদুল কুদ্দুস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেনএরপর তাদের স্বীকারোক্তি ও তদন্ত শেষে ১৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশমামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় গতকাল সোমবার এ রায় দেন বিচারকঅপরাধ প্রমাণ না হওয়ায় একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. জহিরুল ইসলাম সেলিম ও অতিরিক্ত কৌঁসুলি মো. মজিবুর রহমান বাহারআসামিপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ