ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
শর্তসাপেক্ষে মুক্তি

৪ বছরে ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০৯:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১০:০৩:৫৭ পূর্বাহ্ন
৪ বছরে ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তির পর গত চার বছরে আট মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তিনিবর্তমানে একই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিবিড় পর্যবেক্ষণে তিনিতার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন চিকিৎসকরাশঙ্কা প্রকাশ করছেন দলটির নেতারাও
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকেপ্রতিবারই তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেয়া হচ্ছে, এটা উদ্বেগজনকএবার ভর্তি করার পর তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে
সামরিক অভ্যুত্থানে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশের টালমাটাল পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তার স্ত্রী খালেদা জিয়াগৃহবধূ হয়ে রাজনীতিতে আসা এই নেত্রী ধীরে ধীরে দল গুছিয়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়১৯৮৪ সালে হয়েছেন দলের চেয়ারপারসনএরপর রাজনীতিতে তার সুদীর্ঘ পথচলা
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়াএরপর আরও দুই দফা প্রধানমন্ত্রী হনদুর্নীতির দায়ে দুই মামলায় সাজাপ্রাপ্ত এই নেত্রী এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনকয়েক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় খালেদা জিয়া ছাড়া বিএনপির অবস্থাও অনেকটা বেসামাল
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন খালেদা জিয়াএরপর ২০২০ সালে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ভাই শামীম ইস্কান্দার মানবিক কারণে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনসে বছরের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে (বিদেশে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্তি দেয় খালেদা জিয়াকেএরপর ছয় মাস পরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তির পর গত চার বছরে খালেদা জিয়াকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে, দিনের হিসাবে যা প্রায় ২৬০ দিন (আট মাস ২০ দিন)আর কারাবন্দির পর থেকে এ পর্যন্ত ছয় বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এভারকেয়ার হাসপাতাল-সব মিলিয়ে খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় হাসপাতালে রয়েছেনসর্বশেষ গত ৮ জুলাই ভোর ৪টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন তিনিসেই থেকে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীনখালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে তার ভাই শামীম ইস্কান্দারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি
শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে বাসায় ফেরেনদুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনিএর মধ্যে ১১ মাস তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেনকারামুক্তির পর ৯ দফায় হাসপাতালে ভর্তি হন তিনিকরোনাভাইরাস ধরা পড়লে ২০২১ সালের ২৭ এপ্রিল প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়াচিকিৎসা শেষে ১৯ জুন রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসায় ফিরে আসেনএরপর ২০২২ সালের ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়২৪ জুন হাসপাতাল থেকে বাসায় আসেনওই বছরের ২৮ আগস্ট একই হাসপাতালে আবার ভর্তি হন খালেদা জিয়া এবং ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন
এরপর ২০২৩ সালের ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে ৪ মে হাসপাতাল থেকে বাসায় আসেন খালেদা জিয়াএকই বছরের ১৩ জুন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে১৭ জুন বাসায় ফেরেন তিনিএরপর ৯ আগস্ট ভর্তি হয়ে পাঁচ মাস দুদিন পর ২০২৪ সালের ১১ জানুয়ারি বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়াআবারও ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হয়ে ২ এপ্রিল বাসায় ফেরেন তিনিগত ২২ জুন রাত ৩টার দিকে আবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং ২ জুলাই বাসায় ফেরেনসর্বশেষ গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়াসেই থেকে এখনও সিসিইউতে চিকিৎসাধীন তিনি
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শর্তসাপেক্ষে কারা মুক্তির পর ২০২১ সালের ২৫ অক্টোবর খালেদা জিয়ার প্রথম সার্জারি হয়এরপর ২০২৩ সালের ২৬ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের তিন বিশেষজ্ঞ জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডেস খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে অস্ত্রোপচার করেনপরবর্তীসময়ে চলতি বছরের ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়
খালেদা জিয়ার চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ওই সময় বলেছিলেন, পেসমেকার বসিয়ে সাময়িক একটা সমস্যার সমাধান করা হয়েছেবেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ঝুঁকি, সেটা খুব একটা কমছে বলে আমরা মনে করছি নাতিনি আরও জানান, খালেদা জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে ভুগছেনযেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছেপ্রায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরেএর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগ তার জন্য সবচেয়ে ঝুঁঁকি বলে মনে করেন তার চিকিৎসকরা
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে নাদলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে ২০২১ সালের ২৩ নভেম্বর থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিএনপিবিএনপির পক্ষ থেকে প্রথম আট দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিলএরপর ২০২৩ সালে ১৪ অক্টোবর সারাদেশে অনশন কর্মসূচি পালিত হয়চলতি বছরের ২৯ জুন সর্বশেষ তিনদিনের কর্মসূচি পালন করে দলটিসর্বশেষ ৯ জুলাই এক বিবৃতির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে দলের পক্ষ থেকে শিগগির কর্মসূচি নেয়া হবে
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচটি বিষয় সামনে রেখে চলতি সপ্তাহ থেকেই সর্বাত্মককর্মসূচিতে যাচ্ছে বিএনপিযুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই এ কর্মসূচির ঘোষণা আসতে পারে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স