ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

প্রশ্নফাঁসে জড়িত সোহেলের বোন শিক্ষা অফিসার ভাবি শিক্ষক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০২:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ০২:১৩:৫৮ অপরাহ্ন
প্রশ্নফাঁসে জড়িত সোহেলের বোন শিক্ষা অফিসার ভাবি শিক্ষক
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আবু সোলাইমান মো. সোহেলের বোন উপজেলা সহকারী শিক্ষা অফিসারআর ভাবি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকস্থানীয়দের অভিযোগ, সোহেলের ফাঁস করা প্রশ্নপত্রেই চাকরি হয়েছে তাদেরতবে এই অভিযোগ অস্বীকার করেছেন বোন ও ভাবিএলাকায় নিজেকে কখনও প্রপার্টি ডেভেলপার কখনও গার্মেন্টস ব্যবসায়ী পরিচয় দিতেনগত ১৫ বছরে নিজ এলাকায় ৩০-৩৫ বিঘা জমি কিনেছেনঢাকা থেকে যখন বাড়িতে আসতেন, তখন একা একা চলাফেরা করতেনকারও সঙ্গে তেমন মেলামেশা করতেন নাহঠাৎ প্রশ্নফাঁসে তার গ্রেপ্তারের খবরে অবাক হয়েছেন সবাইসোহেল (৩৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামের আবদুল ওহাবের ছেলেতিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোটসপরিবারে রাজধানীর মিরপুরে থাকেনবানাশুয়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করে কুমিল্লা জিলা স্কুল ও পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনসরেজমিনে সোহেলের বাড়িতে গিয়ে দেখা গেছে, একতলা ভবনের একটি বাড়ি খালি পড়ে আছেতার বড় দুই ভাই স্বর্ণ ব্যবসায়ীসোহেল বর্তমানে কারাগারেএক বোন হালিমা বেগম উপজেলা সহকারী শিক্ষা অফিসারঅপর বোন লাকি বেগম যুক্তরাষ্ট্রপ্রবাসীতার কাছেই থাকেন সোহেলের বাবা-মাবানাশুয়া ও পার্শ্ববর্তী শিমরা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেলের বাবা আবদুল ওহাব এলাকায় ওহাব বিএসসি নামে পরিচিতওহাব বিএসসি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষপৈতৃক সূত্রে পাওয়া কিছু জমিজমা লোক দিয়ে চাষাবাদ করে জীবন যাপন করতেনতবে গত জুন মাসে তিনি দেড় কোটি টাকা দিয়ে দেড় বিঘা জমি কিনেছেনঅনুসন্ধানে জানা গেছে, সোহেলের বোন হালিমা বেগম উপজেলা সহকারী শিক্ষা অফিসারতিনি ২০১৪ সালের ২৯ জানুয়ারি চাকরি পেয়েছেনজীবনে তিনটি চাকরির পরীক্ষার আবেদন করেছিলেনঅংশ নিয়েছিলেন দুটিতেএকটি বিসিএসবিসিএস পরীক্ষার প্রিলিতেও পাস করতে পারেননিআরেকবার ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আবেদন করলেও পরীক্ষা বাতিল হয়ে যায়এরপর পরীক্ষা দেন পিএসসির সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদেজীবনের দ্বিতীয় পরীক্ষায় (যদিও এটি জীবনের প্রথম পরীক্ষা নাকি দ্বিতীয় হালিমাও জানেন না) করেন বাজিমাতসহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরি পেয়ে আর কোনো পরীক্ষায় অংশ নেননিএরপর থেকে ১০ বছর ধরে এই পদেই চাকরি করছেনবর্তমানে মুরাদনগর উপজেলায় কর্মরত আছেনচাকরি পাওয়ার বিষয়ে জানতে চাইলে হালিমা বেগমবলেন, ‘আমার ভাইয়ের প্রশ্নে আমি পরীক্ষা দিইনিআমার পরীক্ষা পিএসসি নিয়েছিলনিজ যোগ্যতায় পাস করেছিযদিও বিসিএস প্রিলিতে আমি পাস করতে পারিনিভাইয়ের এসব বিষয়ের জড়িত থাকার কথা বিশ্বাস হয় নাকারণ ভাই তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেযদি প্রশ্ন পেতো তাহলে তো চাকরি হতোকোনোবার পাস করেনিসে তো চাকরি নেয়নিমানে প্রশ্ন ফাঁস করতে পারে না৩০-৩৫ বিঘা জমি কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগে থেকে ধনীআমাদের টাকা-পয়সার অভাব ছিল নাশেষ দিকে শুনেছি সোহেল ভালো ব্যবসা করেআমার অন্য ভাইদের কাছ থেকেও টাকা নিয়েছিলসোহেল শেয়ার, বন্ড, বিল্ডার্স, ল্যান্ডসহ বিভিন্ন ব্যবসা করতোঅনেক আগে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছিলতিন মাস আগে সেটা ফেরত দিয়েছেআমার ভাই ভালো মানুষকে জানি আমাদের সর্বনাশ করলো, বুঝতেছি নাঅপরদিকে বড় ভাই মো. সুজনের স্ত্রী (সোহেলের ভাবি) নাজনিন সুলতানা পলি স্থানীয় মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক২০১১ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ২০১২ সালে পরীক্ষা দেন২০১৪ সালে চাকরিতে প্রবেশ করে ২০১৭ সালে আসেন মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েএর আগে ব্রাহ্মণপাড়া উপজেলায় একই পদে কর্মরত ছিলেননাজনিন সুলতানা পলিবলেন, ‘দেবরের প্রশ্নে পরীক্ষায় পাস করিনিআমার যোগ্যতায় চাকরি পেয়েছিএই চাকরি ছাড়া তেমন কোনো চাকরির পরীক্ষায় অংশ নিইনিসোহেল প্রশ্ন ফাঁস করে দিলে তো আরও ভালো চাকরি করতামআমি ভালো স্টুডেন্ট ছিলামআরও ভালো চাকরি পাওয়া দরকার ছিলএসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলমবলেন, ‘বিষয়টি খুবই গোপনীয়এ বিষয়ে আমাদের কী করার আছে? যদি সত্যি হয় তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবেএতে আমাদের সহযোগিতা লাগলে আমরা প্রস্তুত আছিএ ছাড়া কোনো মন্তব্য করতে চাই নাপরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, কুমিল্লার ছাতিপট্টিতে ও বুড়িচংয়ে দুটি স্বর্ণের দোকান আছে সোহেলের পরিবারেরবড় ভাই সুজন স্বর্ণের দোকানের দেখাশোনা করেন আর মেজো ভাই মো. খালেদ দেখেন গ্রামের কৃষিজমিমাঝেমধ্যে ব্যবসাও দেখেনস্থানীয়রা বলছেন, স্বর্ণের দোকান, কৃষি থেকে আয় সবই লোক দেখানোএগুলো এত সম্পদ কেনার উৎস হতে পারে নাসোহেলের প্রতিবেশী মাসুদ রানা জানান, গত ১৫ বছরে সোহেলদের পরিবার তাদের বাড়ির উত্তর দিকে রেললাইন পর্যন্ত মাঠে প্রায় ৩০ বিঘা জমি কিনেছেকিছুদিন আগে সোহেল আওয়ামী লীগের সভাপতি আবদুল হানিফের কাছ থেকে বাড়িসংলগ্ন পশ্চিম পাশে দেড় কোটি টাকায় দেড় বিঘা জমি কিনেছেনদেড় কোটি টাকা দিয়ে জমি কেনার বিষয়ে জানতে চাইলে মো. আবদুল হানিফ বলেন, ‘জায়গাটি আমাদের পৈতৃকগত জুন মাসে সোহেলের বাবা ওহাব বিএসসি জায়গাটি কিনেছেনতবে এখনও পুরো টাকা দেননিতিনি আমেরিকা থেকে ফিরলে বাকি টাকা দেবেন বলেছেনআমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, ‘সোহেলের পরিবার এলাকায় স্বর্ণ জমা রেখে সুদের ব্যবসা করতোশহরের কাপড়িয়াপট্টিতে তাদের জুয়েলারি দোকানটা সাদামাটাতাদের এত সম্পদ অর্জনের সঙ্গে আয়ের তেমন মিল নেইটিভিতে তার সম্পর্কে জানতে পেরে অবাক হয়েছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স