ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু পাকিস্তানে অফিস বন্ধ করল মাইক্রোসফট, কর্মী ছাঁটাই ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলো চেলসি ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স ধ্বংসস্তূপ থেকে ইংল্যান্ডকে টেনে তুললেন ব্রুক-স্মিথ লিড পেয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া পিছিয়ে গেলো ভারত সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে ভর্তি ৮৬ প্রতিদিন সড়কে ঝরছে ১৫ প্রাণ গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব আরও ৮ জনের করোনা শনাক্ত দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন-জামায়াত আমির
মিয়ানমারে গৃহযুদ্ধ : * থেমে থেমে ওপার থেকে শব্দ ভেসে আসছে * মংডু শহরের সুদাপাড়ায় আগুনের স্ফুলিঙ্গ ও ধোয়া দেখা গেছে

রাখাইনে তুমুল গোলাগুলি টেকনাফ সীমান্তে আতঙ্ক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০২:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ০২:০৮:২২ অপরাহ্ন
রাখাইনে তুমুল গোলাগুলি টেকনাফ সীমান্তে আতঙ্ক
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও বিদ্রোহী গোষ্ঠির মধ্যে সংঘর্ষে ভারী অস্ত্র, মর্টার শেল ও গোলার বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, শাহপরীর দ্বীপসহ আশাপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠছেএতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাগত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত থেমে থেমে মিয়ানমার থেকে শব্দ ভেসে আসছে এপারের বিভিন্ন এলাকায়তবে আগের চেয়ে এবার গোলার শব্দ বেশি বিকট বলে জানিয়েছেন স্থানীয়রাশাহপরীর দ্বীপ সীমান্ত থেকে বিপরীত পাশে মিয়ানমারের মংডু শহরের সুদাপাড়া গ্রামে আগুনের স্ফুলিঙ্গ ও ধোয়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন অনেকেসাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম জানান, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও মিয়ানমার অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলোগত শনিবার রাতে সীমান্তের অনেকে ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেতিনি আরও বলেন, সীমান্ত লাগোয়া শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকাসহ জালিয়াপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া ও আচারবনিয়ার আশপাশের বসত ঘর ও স্থাপনা কেঁপে উঠেসাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, গত শনিবার রাতে ও গতকাল রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার হতে থেমে থেমে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণের বিকট শব্দএতে সীমান্তের পাশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেতবে এবারের বিস্ফোরণের আওয়াজ গুলো আগের চেয়ে বড় ছিলসাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, নাফ নদীর একপাশে টেকনাফ বিপরীত দিকে মংডু টাউনশিপমধ্যখানে মাত্র চার কিলোমিটার প্রস্থের নাফ নদী দুই দেশকে বিভক্ত করে রেখেছেমিয়ানমারে মংডু টাউনশিপের আশপাশের গ্রাম পেরাংপুরু, কাদিরবিল, হারিপাড়া, মংনিপাড়া, নলবইন্ন্যা, সুদাপাড়া, সিকদারপাড়া, নুরুল্লাপাড়া, হাস্যুরাতা ও ফাতংছা এলাকায় গোলাগুলির ঘটনা বেশি ঘটছে বলে জানা যায়গ্রামগুলোতে কী ঘটছে, তা এপার থেকে প্রত্যক্ষ করা যায়সেখানে গোলাগুলি হলে এপারের মানুষ সহজে বিকট শব্দ শুনতে পানএই জনপ্রতিনিধি বলেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও সীমান্ত এলাকায় হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শুরু করেএ পরিস্থিতিতে সীমান্তের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়িয়েছেএ ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছেটেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, যেকোন পরিস্থিতিতে কেউ যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স