ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
স্বাস্থ্যমন্ত্রী

যে চিকিৎসককে যেখানে পদায়ন  তাকে সেখানেই থাকতে হবে

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ১২:২১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ১২:২১:০৪ অপরাহ্ন
যে চিকিৎসককে যেখানে পদায়ন  তাকে সেখানেই থাকতে হবে
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘মন্ত্রী হওয়ার পর এটাই (দিনাজপুরে) প্রথম আমার পরিদর্শনপরিদর্শনের পর চিকিৎসক, পরিচালক, হুইপসহ অন্যান্যের কাছে আমি অনেক কিছু শুনেছিকিন্তু আমি তো এখানে বসেই সবকিছু সমাধান করতে পারবো নাতবে আমরা অ্যাকশন নিচ্ছিসিটি স্ক্যান মেশিনসহ হাসপাতালের যাবতীয় যন্ত্রপাতির বিষয়ে যত দ্রুত সমাধান করা যায় সে নিয়ে আমি কাজ করবোপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থা করা, আমি চাই না যে দিনাজপুরের কোনো রোগী ঢাকায় যাকএখানেই চিকিৎসা হোকতিনি বলেন, ‘চিকিৎসকরা থাকেন না কেন, কী ব্যাপার এটা আমি দেখবোআমার একটাই নির্দেশ, যখন যে চিকিৎসককে যেখানে বদলি করা হবে তাকে থাকতে হবেকারও প্রতি অবহেলা বা অন্যায় আচরণ করবো না, কিন্তু নিয়ম মেনে যাকে যখন যেখানে পদায়ন দেবো, তাকে সেখানেই থাকতেই হবেএর মধ্যে কোনো কম্প্রোমাইজ নাইগতকাল রোববার দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেনএ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেনহাসপাতালগুলোকে স্বাবলম্বী করা ও ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘ক্লিনিকের কোনো অনিয়ম দেখলে তা বন্ধ করে দেবোআমি পঞ্চগড়ে একটি ক্লিনিকে গেছি, সেটি বন্ধ করে দিয়েছিযেই ক্লিনিকে অনিয়ম দেখা যাবে, সেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবেআমি তো হঠাৎ আসি, হঠাৎ যাবোএটার জন্য আমি প্রত্যেক সিভিল সার্জনকে বলছি, ওনারা যেন এটার প্রতি নজর রাখেনওনাদের এখানে যদি কোনো অনিয়ম দেখি তাহলে আমি সিভিল সার্জনকে দায়বদ্ধ করবোএর আগে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম ভবনের উদ্বোধন, কলেজের আয়োজনে অডিটোরিয়ামে শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সামন্ত লাল সেনএ সময় তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যাবোকেননা আমার দায়িত্ব হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি রোগীদেরও সুরক্ষা দেওয়াঅনেক সমস্যা আছে, আমি অনেক কিছুই জানি, আমি নিজেও ভুক্তভোগীসেজন্য চিকিৎসকদের মানোন্নয়ন, মর্যাদা ও অন্যান্য সমস্যার বিষয়ে আমি সারা দেশে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র নিজের চোখে দেখার উদ্দেশ্য নিয়ে ছুটে বেড়াচ্ছিসামন্ত লাল সেন বলেন, ‘কয়দিন আগে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, সপ্তাহে দুই দিন ঢাকায় থাকবোবাকি পাঁচ দিন দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিস্থিতিসহ রোগী ও চিকিৎসকদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবোপ্রধানমন্ত্রী আমাকে অনুমতি দিয়েছেনঅনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক কাজ করতে পারবে নাতৃণমূল পর্যায়ে যদি চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং চিকিৎসার মান উন্নত করা যায় তাহলে দেশের অনেক বড় বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগী শূন্য হবেবর্তমান সরকারের মূল লক্ষই হচ্ছে, সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার সুরক্ষার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও মান উন্নত করা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স