ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
প্রতিক্রিয়ায় রাজনীতিবিদরা বলেন, এতে জনদুর্ভোগ কমবে নগরবাসির স্বস্তি মিলবে

আলোচনার টেবিলেই সমাধান সম্ভব

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ১২:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ১২:১৪:৫১ অপরাহ্ন
আলোচনার টেবিলেই সমাধান সম্ভব
কোটা সংস্কার নিয়ে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনকহাইকোর্টে যে রায় দেয়া হয়েছে এবং ছাত্ররা প্রশাসনের কাছে যে দাবি তুলেছে-এমন অবস্থায় আলোচনার টেবিলে বসে সমাধানের চেষ্টা করা সবচেয়ে ভালো উপায় বলে জানিয়েছেন রাজনৈতিক নেতারাতাদের মতে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরাপাশাপাশি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরাএ দুই ইস্যুতে দেশে অস্থিরতা বিরাজ করছেদুর্ভোগে পড়েছে মানুষ
জানা গেছে, সর্বশেষ গতকাল রোববার সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছেরায়ে বলা হয়েছে, সরকার প্রয়োজনে অথবা চাইলে কোটা সংস্কার করতে পারবেএরইমধ্যে কোটা পদ্ধতি সংস্কারের দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরাএছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরাগতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানানতবে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন নিয়ে রীতিমতো আরও কঠোরঅবস্থানের বিষয়টি উঠে এসেছে প্রধানমন্ত্রীর কণ্ঠেতিনি সাফ জানিয়ে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের কিছুই করার নেই
এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেনআপিল বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলছে সরকারএকই সঙ্গে সরকার কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছেএ সমস্যা নিয়ে রাজনীতিবিদরা অভিমত ব্যক্ত করেছেনএর আগে ২০১৮ সালে সরকার হুট করে সমগ্র কোটাপদ্ধতি বাতিল করে দেয়সরকারের এই সিদ্ধান্ত আমি সঠিক মনে করি নাএটা ছিল আবেগতাড়িত হয়ে নেয়া সিদ্ধান্ত এবং সংবিধানের নির্দেশনার বাইরেসংবিধানে বলা আছে, অন্য আইনে যাই থাকুক, পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ পদক্ষেপ সরকার নিতে পারবেতবে একটি রাষ্ট্রে কোটাপদ্ধতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে নাকোটাপদ্ধতি হলো বৈষম্যবিরোধী পদক্ষেপবৈষম্য কমে গেলে কোটা কমে যাবে এবং সেটি একসময় বিলুপ্ত হবেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভুল পথে নেয়া হচ্ছেতিনি বলেন, শিক্ষার্থীদের ভুল পথে নেয়ার লোকের অভাব নেইগতকাল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান তিনি একথা বলেনস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উসকানি দিয়েছে, কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবেযেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করা হবেতদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবতদন্তের আগে আমি কিছু বলতে পারছি নাতিনি বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারেতদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবেসংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, কোটাব্যবস্থা রাখাটাই অযৌক্তিকপ্রতিবন্ধী, নারী বা সুনির্দিষ্ট কোনো এলাকাকে যদি অনগ্রসর মনে করা হয়, তাকে সমতায় আনার জন্য কিছু কোটা দেয়া যেতে পারেঅর্থাৎ ন্যূনতম কোটা এটাই সংবিধানের স্পিরিটমুক্তিযোদ্ধা কোটা সংবিধান অনুমোদন করে নামুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম, যাদের কোটা দেয়া হয়েছে, এটা সম্পূর্ণ অযৌক্তিকএটা বংশপরম্পরায় সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং এই বৈষম্যের কারণে সমাজটা দ্বিধাবিভক্ত হয়ে গেছেতিনি বলেন, আমি মনে করি, কোটাবিরোধী আন্দোলনকে একটা রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে সরকারছাত্ররা রাজনীতিবিদদের সঙ্গে কোনো যোগাযোগ করছে নাএটা তাদের কৌশলআমি ধারণা করি, দেশের ৯৯ শতাংশ জনগণের মতামত হলো, কোটাপদ্ধতি দরকার নেইএটা বৈষম্য সৃষ্টিকারী, মেধাবিকাশের এবং ন্যায়বিচারের পরিপন্থী
এ বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, শিক্ষার্থীরা কোটা পদ্ধতির সংস্কারের বিষয়ে আন্দোলন করছেন, কোটা পদ্ধতি বাতিল চাননিকোটা পদ্ধতি সংস্কারের বিষয়টি এমন কোনো বিষয় নয়, যেটির জন্য মারামারি বা লাঠালাঠি করতে হবেএই আন্দোলনের যৌক্তিক পরিণতি আলোচনার টেবিলেই হতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন হাসানুল হক ইনুতিনি বলেন, এখন কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল বা সম্পূর্ণ বহাল কোনোটিই সঠিক সিদ্ধান্ত নয়এখন কোটার সংস্কার প্রয়োজনসেই লক্ষ্যকে সামনে রেখে সরকারের উচিত এখনই কোটা সংস্কার কমিশন গঠন করাএই কমিশনের কাজ হবে প্রতিবন্ধী, নারী, আদিবাসী ও মুক্তিযোদ্ধা- কাদের জন্য কতহারে কোটা থাকলে যৌক্তিক হবে, সেটি প্রস্তাব আকারে তুলে ধরাপাশাপাশি কমিশন অংশীজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কোটা সংস্কার এবং একটি নির্দিষ্ট সময় পর বিলুপ্তির বিষয়ে একটি কাঠামো তৈরি করবেসেখানেই উল্লেখ থাকবে, কত সময়ের মধ্য দিয়ে কীভাবে কোটা ধীরে ধীরে কমে আসবে এবং বিলুপ্ত হবেএটি রাষ্ট্রের নির্বাহী আদেশেই করা সম্ভবএ ক্ষেত্রে আইন করার প্রয়োজন নেই
এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আদালতের ওপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যার সমাধানে সরকারেরই সিদ্ধান্ত নেয়া উচিতএ দায়িত্ব সরকারেরকারণ কোটা ব্যবস্থায় সংস্কারের দায়িত্ব নির্বাহী বিভাগের বা সরকারেরহাইকোর্টের পূর্ণাঙ্গ রায়েও কোটা সংস্কারে সরকারের দায়িত্বের কথা বলা হয়েছেএছাড়া সরকারও সংস্কারের উদ্যোগ নিয়েছিলআন্দোলনরত শিক্ষার্থীরাও সংস্কারের কথা বলছেনএখানে সংশ্লিষ্ট সব পক্ষই যৌক্তিকভাবে সংস্কার চাইছেফলে এখন অপেক্ষায় না থেকে সরকার উদ্যোগ নিতে পারেআমি মনে করি, কোটা পুনর্বহাল বা বাতিল নয়; নারী, প্রতিবন্ধী, অনগ্রসর জাতিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার যুক্তিযুক্ত সংস্কারই বাঞ্ছনীয় হবে
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলন অত্যন্ত ন্যায্য২০১৮ সালে যদি সরকার একটি জাতীয় কমিশন করে সবার মতামত নিয়ে একটি নীতিমালা তৈরি করত, তাহলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো নাএখন উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নেমেছেনকোনো ধরনের দীর্ঘসূত্রতা না করে সরকারের উচিত দ্রুত এটি সমাধান করাএ ক্ষেত্রে সরকার যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে, উচ্চ আদালত সেই সুযোগ সৃষ্টি করে দেবেন বলে মানুষ প্রত্যাশা করেতিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি নেইকিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের জন্যও এই বিশেষ সুযোগ কতটা যৌক্তিক, সে প্রশ্ন উঠেছেছাত্রদের এই ন্যায্য আন্দোলনকে সরকার দেখছে রাজনৈতিকভাবেতারা এখানে বিরোধী দলের উসকানি খুঁজছেজনগণের ভোটের ওপর দাঁড়িয়ে নেই বলে তারা যেকোনো আন্দোলনে ভয় পায়, উসকানি খোঁজে
উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অচলাবস্থা চলছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেসর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকরা যখন সর্বাত্মক কর্ম-বিরতিতে ঠিক তখন সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে সারা দেশে বিক্ষোভ ও ব্লকেডের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরাদুই পক্ষের এমন আন্দোলনে স্থবির বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমশিক্ষাসূচিতে লেগেছে বড় ধাক্কাবিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু করা যায়নি প্রথম বর্ষের ক্লাসওতবে সরকার কোটার বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গেলেও শিক্ষকদের আন্দোলন নিয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে নাপহেলা জুলাই থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চললেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা হয়নিএমনকি দুই মন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনার সময় ঠিক হলেও শেষ পর্যন্ত আলোচনায় বসতে পারেননি শিক্ষকরাএমতাবস্থায় শিক্ষকদের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে রয়েছে প্রশ্নসর্বাত্মক কর্মবিরতি কতদিন করবেন শিক্ষকরা, সমাধান না হলে কী করবেন- এসব প্রশ্ন সামনে আসছেশুধু তাই নয়, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে সেমিনার, লাইব্রেরি, প্রশাসনিক কার্যক্রমের মতো বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো বন্ধ রয়েছেবিশেষ করে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট শাখা বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স