ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা : আহত ৭ প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শিখরে বাবর আলী রাজনীতির ময়দানে টিকে থাকতে জাপা’র পরিকল্পনা গাজায় গণহত্যা : চার জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায় ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ভোটের প্রস্তুতিতে সংস্কার প্রস্তাবে গুরুত্ব কম ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি’র কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস অবশেষে লম্বা ছুটি কাটিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
ডিএমপি ট্রাফিক বিভাগ

মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০১:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০১:১১:০৬ অপরাহ্ন
মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা
ব্যাটারিচালিত অটোরিকশা এখন হরহামেশা মূল সড়কে চলে আসছে। অথচ মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলার সুযোগই নেই। তবে ঢাকা শহরের কোথায় কোথায় অটোরিকশা চলবে তা নির্ধারণে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান অটোরিকশা সম্পর্কে ডিএমপির পরিকল্পনার কথা জানান।
সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘোষণার পর ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা প্রায় সব সড়কে চলছে, ব্যাপকতা বেড়েছে। এর লাগাম টেনে ধরার কোনো পরিকল্পনা ট্রাফিক বিভাগের আছে কি-না জানতে চাইলে মেহেদী হাসান বলেন, অটোরিকশা চালকদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মানবিক দিক তাদের অবস্থা বিবেচনা করে চলাচলে বাধা না দেয়ার নির্দেশনা দিয়েছেন। কিন্তু অটোরিকশা চালকরা ভ্রান্ত ধারণা নিয়ে মূল সড়কেও চলে আসছেন। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বা অন্য স্টেকহোল্ডারদের মাধ্যমে তাদের শোধরানো বা সচেতনতার চেষ্টা করছি। বিশেষ করে ছোট ছোট রাস্তা বা বড় রোড নয়, এরকম কিছু সড়ক আমরা নির্ধারণ করার প্রক্রিয়া হাতে নিয়েছি। এরইমধ্যে আমরা ধানমন্ডির বেশ কিছু সড়ক নির্ধারণ করে দিয়েছি। মেহেদী বলেন, মিরপুর রোডে, ভিআইপি সড়কে, প্রগতি সরণি সড়কে অটোরিকশা বা ব্যাটারিচালিত কোনো যানবাহন বা কম গতির যানবাহন চলবে না। এক্ষেত্রে আইন প্রয়োগের কাজটি সমানতালে করে যাচ্ছি। ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের অনেকাংশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছি। কিছু কিছু জায়গায় উঠিয়ে দেয়ার পরও বসছে। সংশ্লিষ্ট বিভাগকে পর্যাপ্ত নির্দেশনা দেয়া হয়েছে। ফুটপাত শুধু পথচারী জনসাধারণের চলাচল বা হাঁটার জন্য, অন্য কিছুর জন্য নয়। আমরা যখনই খবর পাচ্ছি ব্যবস্থা নিচ্ছি। মতিঝিলে সিটি কর্পোরেশন সড়ক ভাড়া দিয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তো সিটি কর্পোরেশন করেই। যেসব সড়ক কম ব্যবহৃত হয় সেসব পার্কিংয়ের জন্য ভাড়া দেয় অফিস আওয়ারে। নিউ মার্কেটে আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল পার্কিং হকার বিষয়ে। পরে আমরা পুরো এলাকা হকার অবৈধ পার্কিংমুক্ত করেছি। যাত্রাবাড়ী বেইলি রোড আমরা হকার অবৈধ দখলমুক্ত করেছি, বলেন ডিএমপির যুগ্ম কমিশনার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য