ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন স্মার্টফোন
নতুন বছরে দেশের বাজারে ফ্যাশনসচেতনদের জন্য দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা ও ৫জি নেটওয়ার্ক-সংবলিত ভি২৩ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সম্প্রতি ফেসবুকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। ২২ জানুয়ারি থেকে ভিভোর অথরাইজড শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাবে।নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস (এএফ) প্রযুক্তির পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি ভিভো ভি২৩ ৫জিতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি খুবই স্লিম। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৩৯ মিলিমিটার। গতানুগতিক প্লাস্টিক বডির পরিবর্তে এতে মেটাল ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। সূূর্যের আলোয় এর রঙ পরিবর্তনশীল। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ২৪০০X১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ দেয়া হয়েছে।

স্মার্টফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফ্ল্যাশ ও ডুয়াল টোন স্পটলাইট রয়েছে। বিভিন্ন ফিচার থাকায় ব্যবহারকারীরা ভালো ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গেমারদের জন্য মাল্টি টারবু ফিচারও রয়েছে।

স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ