ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান পুলিশের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুল অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন স্মার্টফোন
নতুন বছরে দেশের বাজারে ফ্যাশনসচেতনদের জন্য দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা ও ৫জি নেটওয়ার্ক-সংবলিত ভি২৩ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সম্প্রতি ফেসবুকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। ২২ জানুয়ারি থেকে ভিভোর অথরাইজড শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাবে।নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস (এএফ) প্রযুক্তির পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি ভিভো ভি২৩ ৫জিতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি খুবই স্লিম। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৩৯ মিলিমিটার। গতানুগতিক প্লাস্টিক বডির পরিবর্তে এতে মেটাল ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। সূূর্যের আলোয় এর রঙ পরিবর্তনশীল। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ২৪০০X১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ দেয়া হয়েছে।

স্মার্টফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফ্ল্যাশ ও ডুয়াল টোন স্পটলাইট রয়েছে। বিভিন্ন ফিচার থাকায় ব্যবহারকারীরা ভালো ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গেমারদের জন্য মাল্টি টারবু ফিচারও রয়েছে।

স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স