ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার রাজধানীতে ছুরিকাঘাতে আহত ৩ হাসপাতালের বারান্দায় জন্ম দুই নবজাতকের একজনের মৃত্যু আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না- রিজভী দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন স্মার্টফোন
নতুন বছরে দেশের বাজারে ফ্যাশনসচেতনদের জন্য দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা ও ৫জি নেটওয়ার্ক-সংবলিত ভি২৩ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সম্প্রতি ফেসবুকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। ২২ জানুয়ারি থেকে ভিভোর অথরাইজড শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাবে।নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস (এএফ) প্রযুক্তির পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি ভিভো ভি২৩ ৫জিতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি খুবই স্লিম। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৩৯ মিলিমিটার। গতানুগতিক প্লাস্টিক বডির পরিবর্তে এতে মেটাল ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। সূূর্যের আলোয় এর রঙ পরিবর্তনশীল। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ২৪০০X১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ দেয়া হয়েছে।

স্মার্টফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফ্ল্যাশ ও ডুয়াল টোন স্পটলাইট রয়েছে। বিভিন্ন ফিচার থাকায় ব্যবহারকারীরা ভালো ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গেমারদের জন্য মাল্টি টারবু ফিচারও রয়েছে।

স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স