ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

সড়ক ও ফুটপাতে চাঁদাবাজি, আইনগত ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ১১:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ১১:১৫:১৮ অপরাহ্ন
সড়ক ও ফুটপাতে চাঁদাবাজি, আইনগত ব্যবস্থা নিন

বাংলাদেশে বেকারত্ব সমস্যা এটা সবারই কম বেশি জানা। শিক্ষিত বেকারও দেশে কম নয়। শিক্ষিত হয়েও চাকরি না পাওয়ায় পেশা হিসেবে অনেকে ব্যবসা করাকে বিবেচনা করেন। এভাবে অনেকের যোগ্যতা অনুযায়ী বেতন না পাওয়াতে ব্যবসার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্য যথার্থ পুঁজি না থাকায় ফুটপাতে ব্যবসার পরিকল্পনা করেন অনেকে। রাজধানীসহ বিভিন্ন জেলার অনেক গুরত্বপূর্ণ জায়গায় ফুটপাত ব্যবসা পরিলক্ষিত হয় ঠিক যেমনটা দেখা যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে। উন্নত সড়ক এবং ফুটপাত তৈরি করা হয়েছে জনসাধারণের উপকারের কথা ভেবে। কিন্তু সেখানে যদি সবসময় হকারদের জ্যাম লেগে থাকে তাহলে কেমন হয়? নিশ্চয় খুব খারাপ বিরক্তিকর বিষয় মনে হবে। এখন প্রশ্ন থাকতেই পারে যে সরকারিভাবে তো ফুটপাতে সড়কে ব্যবসা করার কোনো অনুমতি নেই, তাহলে অনুমতি দেয়ার পিছনে কী কোনো অপক্ষমতার হাত আছে? নিশ্চয় ক্ষমতাবান নেতাদের চাঁদাবাজির কারসাজি আছে। পত্রপত্রিকার খবর থেকে জানা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের পিলারের ফাঁকে খেজুরের এবং চা-দোকান বসানো হয়েছে। বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল গেট পর্যন্ত অসংখ্য ছোট-বড় দোকান বসে সড়ক আটকে ব্যবসা চালিয়ে যাচ্ছে হকাররা। বাসস্ট্যান্ড কাঁচাবাজারের সামনের সড়কে বসেছে বিভিন্ন পণ্যের পসরা। অন্যদিকে পৌর সুপার মার্কেটের সামনের সড়ক ভাগের ভাগ হকারদের দখলে। এভাবেই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক দখল করে চলে হকারদের বিভিন্ন ব্যবসা। বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে উপজেলা গেট পর্যন্ত এই লাইনে দেখা মিলে আরো হকারদের। এই লাইনের হকাররা দুপুর পর্যন্ত ব্যবসা করে। পরে বিকাল পৌর সুপার মার্কেটের সামনের সড়কে এসে ভিড় করে। ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। এসব হকারের যত্রতত্র দোকান বসানোর কারণে অতিষ্ঠ পথচারীরা। অন্যদিকে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চার লেন সড়ক এখন হকার স্থানীয় কিছু চাঁদাবাজের আয়ের ৎস। একেকটি দোকান বসিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সালামি নেয় প্রভাবশালীরা। একই সঙ্গে প্রতি মাসে ভাড়া বাবদ নেয়া হয় হাজার টাকা। প্রশাসনের সামনেই এসব ঘটনা ঘটছে। কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এখনি উপযুক্ত সময় এসব চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। বেকারত্ব সমস্যা রোধে হকারদের একেবারে ব্যবসা থেকে বঞ্চিত না করে তাদের জন্য কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেয়া হোক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য