ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

নিজেদের স্বার্থেই সুন্দরবনকে রক্ষা করা জরুরি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ১১:১৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ১১:১৪:৪৯ অপরাহ্ন
নিজেদের স্বার্থেই সুন্দরবনকে রক্ষা করা জরুরি

বিশ্বের বিস্ময়কর প্রাকৃতিক বনের একটি সুন্দরবন। আমাদের গর্ব, অহংকার ঐতিহ্যের ধারক এই বন বিশ্ব ঐতিহ্যেরও একক অংশ। বছরের পর বছর ধরে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা বলয়ের ভূমিকায় রয়েছে বন। বনটি উপকূলীয় এলাকায় অবস্থানের পাশাপাশি বৃহ জনগোষ্ঠীকে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা। তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানববসতি তৈরি, নদীর পাড়ে বেড়িবাঁধ ঘের ইত্যাদি গড়ে তোলার কারণে বনসংলগ্ন ৫২টি নদী খালে কমে গেছে পানি প্রবাহ। কোথাও আবার প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে। এতে নদী খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে। আবার অবৈধ উপায়ে ¦ালানি কাঠ লুণ্ঠন, দেদার ইঞ্জিনচালিত নৌযানের চলাচল গোলপাতা সংগ্রহসহ বিভিন্ন সম্পদ আহরণের কারণে ভবিষ্যতে সুন্দরবনে গাছ, প্রাণী কীটপতঙ্গ কমে যাওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এবং লবণাক্ততা বাড়ায় লবণসহিঞ্চু গাছের সংখ্যা যেমন বেড়েছে, কমেছে লবণাক্ততা অসহিঞ্চু গাছের সংখ্যাও। এতে সুন্দরবন হারাতে বসেছে তার স্বাভাবিক ভারসাম্য। প্রাকৃতিক মানবসৃষ্ট উভয় কারণেই সুন্দরবন ঝুঁকিতে রয়েছে। বিগত প্রায় তিন দশকে বন সংলগ্ন কৃষি কার্যক্রম প্রায় সতেরো হাজার ১৭৯ হেক্টর বন এলাকা ধ্বংস করেছে। চিংড়ি ঘেরে ধ্বংস হয়েছে আরও প্রায় হাজার ৬শ হেক্টর বনভূমি। শিল্প-কারখানা, কয়লা বিদ্যু ৎপাদন কেন্দ্র দেড় শতাধিকের বেশি সক্রিয় করাখানা বৃহত্তম এই ম্যানগ্রোভ বনকে করছে তিলে তিলে ধ্বংস। ধ্বংসযজ্ঞ এভাবে চলমান থাকলে সুন্দরবন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সুনামির মতো দুর্যোগের সময় নিজের জৈবিক লড়াইয়ের ক্ষমতাও ফেলবে হারিয়ে। পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠী পড়বে মারাত্মক হুমকির মুখে। আমাদের ক্রমাগত ধ্বংসযজ্ঞের ফলে ইতোমধ্যেই প্রায় দশ হাজার পরিবার হয়ে পড়েছে গৃহহীন। যার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ছাড়া গৃহহীন হওয়ার শঙ্কায় রয়েছে আরও এক লাখেরও বেশি মানুষ। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে গত দুই দশকে আগুন লেগেছে প্রায় ৩৩ বার। এতে পুড়ে গেছে অন্তত একশ একরের বেশি বনভূমির গাছপালা। সুন্দরবনের কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। সুন্দরবনের বাধার শক্ত দেয়াল ডিঙিয়ে জনপদে পৌঁছতে সিডর, আইলা, আম্ফান বা রিমালের মতো ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক তাণ্ডবের শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। রক্ষা পায় ঘরবাড়ি, প্রাণ, শস্য সম্পদ। এজন্যই বাংলারপ্রাকৃতিক প্রাচীরসুন্দরবন রক্ষা আমাদের অস্তিত্বের স্বার্থেই জরুরি। জাতীয় অর্থনীতিতে এর ভূমিকাও ব্যাপক। ফলে সুন্দরবনের গায়ে কোনো ঘাতকের হাত লাগুক তা কাম্য নয়। ভবিষ্যতের হাজারটা প্রাকৃতিক দুর্যোগের মহাবিপদ থেকে রক্ষা পেতে সুন্দরবন সুরক্ষায় যত্নবান হতে হবে। নিজেদের স্বার্থেই তা করতে হবে গভীর মমতা সততায়। মনে রাখতে হবে, সুন্দরবন বাঁচলে বাঁচবে বাংলাদেশ। রক্ষা পাবে উপকূল। শঙ্কামুক্ত হবে উপকূলীয় জনগোষ্ঠী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য