ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপিÑ আতিক মুজাহিদ
নিখোঁজ অন্তত ৬৫

নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেছে ২ বাস

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০২:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০২:৫৮:০৭ অপরাহ্ন
নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেছে ২ বাস
জনতা ডেস্ক
নেপালে আচমকা ভূমিধসে নদীতে ভেসে গেছে দুটি বাসএই ঘটনায় কমপক্ষে ৬৫ যাত্রী নিখোঁজ হয়েছেনএছাড়া দেশটির অন্যস্থানে ভূমিধসে কমপক্ষে আরও ১০ জন নিহত হয়েছেনগতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভূমিধসের ফলে গতকাল শুক্রবার কমপক্ষে ৬৫ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে গেছেএছাড়া পার্বত্য এই দেশটির অন্য স্থানে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেহিমালয়ান এই দেশটিতে গত জুনের মাঝামাঝি থেকে প্রবল মৌসুমী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যার কারণে বহু মানুষ মারা গেছেনবার্তা সংস্থাটি বলছে, শুক্রবার ভোরবেলা নেপালের ত্রিশূলী নদীতে ভেসে যাওয়া দুটি বাসের ৬৫ জন নিখোঁজ যাত্রীর সন্ধানে সেনাবাহিনী ও পুলিশকে নামিয়েছে কর্তৃপক্ষপুলিশ মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার (৫৩ মাইল) পশ্চিমে চিতওয়ান জেলায় এই ঘটনাটি ঘটেছেতিনি বলেন, কাঠমান্ডু থেকে গৌড়গামী বাসে ৪১ জন এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডুগামী বাসে ২৪ জন যাত্রী ছিলেনবাস ও যাত্রী উভয়েই ত্রিশূলী নদীতে নিখোঁজ রয়েছেএদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, দুটি বাসই ওই সময় হাইওয়ে দিয়ে যাচ্ছিলআচমকা ধস নেমে তাদের রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে ফেলে দেয়তিনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে সব মিলিয়ে চালকসহ মোট ৬৩ জন ছিলেনভোর সাড়ে ৩টার ধসের জেরে বাসগুলো নদীতে ভেসে যায়আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছেবাসগুলোর সন্ধান চলছেঅবিরাম বৃষ্টিতে আমাদের কাজে সমস্যা হচ্ছেঅন্যদিকে রাজধানী কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) পশ্চিমে অবস্থিত কাস্কি জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে দান বাহাদুর কারকি জানিয়েছেনভূমিধসে সেখানকার তিনটি বাড়ি ভেসে গেলে তারা প্রাণ হারান বলে জানা গেছেগত জুনের মাঝামাঝি থেকে নেপালে ভূমিধস ও বন্যায় অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছেভারী বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে সম্পত্তিরওদেশটিতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেনগতকাল শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চলমান এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারি সংস্থাগুলোকে কার্যকর অনুসন্ধানের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য