চট্টগ্রামে পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারান ৪ জন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালীমুখী লবণ বোঝাই ট্রাকের সাথে পটিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় ৪ প্রাণ। অদক্ষ ট্রাক চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পটিয়া-বোয়ালখালী সংযোগ সড়কের চরকানাই মিলিটারি পুল হক্কানি পেপার মিলের সামনে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাক চালক। নিহতরা হলেন- পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার (৩০), গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (৩২) ও তার ছেলে ফাহিম (৫) এবং বোয়ালখালীর আহলা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা সোনা মিয়ার পুত্র অটোরিকশা চালক মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৫)। মৃত্যুবরণকারী রুমি আকতারের প্রতিবেশী মো. নজরুল ইসলাম জানান, রুমি ও ফাতেমা কালুরঘাট এলাকার মেট শো নামের একটি জুতার কারখানায় কাজ করতেন। তারা কারখানা থেকে দায়িত্ব পালন শেষে পটিয়ায় বাড়িতে ফিরছিলেন। ফাহিম ফাতেমার ছেলে। পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৪ জন মারা যায়। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের লাশ আনা হয়, বাকি দুইজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন। আহত আরেকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে চালাতে গিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তার ওপর ট্রাক থামিয়ে চালক পালিয়ে যাওয়ায় এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করতে এগিয়ে আসে। পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
পুকুরে ডুবে যুবকের মৃত্যু: চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী মাসুদ রানা (৩২) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরের নাসিরাবাদে ভাড়া বাসায় থাকতেন। মামা শ্বশুর কবির আহাম্মদ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল মাসুদ। গতকাল শুক্রবার ভোরে বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরও ঘরে ফিরে না আসায় পুকুর ঘাটে গিয়ে তার কাপড় দেখা যায়। পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, ভোর ৬টায় মাসুদ রানা নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু: চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের নিচে চাপা পড়ে মো. কামরুল আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন কামরুল। এ সময় একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। তিনি বাসের নিচে চাপা পড়েন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল আলম ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও বাস জব্দ করা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু: চট্টগ্রামের রাউজানে বৈদ্যুতিক সংযোগ থাকা মাল্টিপ্লাগের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী মারুফ হোসেন (৬) ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। গতকাল শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানা যায়, মায়ের সঙ্গে ঘুমাতে গিয়ে তার অজান্তে লোহার পাত নিয়ে খেলার সময় মাল্টিপ্লাগের সংস্পর্শে এলে শিশুটি মারা যায়। শিশুর দাদি লায়লা বেগম বলেন, রাতে ছেলেকে নিয়ে মা ইয়াছমিন আকতার ঘুমাতে যায়। ছেলে খেলতে খেলতে বিছানার নিচে মাল্টিপ্লাগের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata