সুনামগঞ্জ প্রতিনিধি
অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বাড়ছে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি। গেলো ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা সাহেববাড়ির ঘাট তেঘরিয়া বড়পড়া পশ্চিম তেঘরিয়া উকিলপাড়া এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে এক রাতেই সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৩৭ সেন্টিমিটার। একই সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকায় বড় বন্যার আতঙ্কে সুনামগঞ্জের বাসিন্দারা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী ধোপাজান,যাদুকাটা ও পাটলাই এবং খাসিয়ামার চেলা নদী দিয়ে দ্রুতবেগে পানি প্রবাহিত হয়ে জেলার প্রধান নদী সুরমার বিপদসীমা অতিক্রম করেছে। দ্বিতীয় দফা বন্যার পানি কিছুটা কমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই নিজ বাড়িতে ফিরেছিলেন। কিন্তু তৃতীয় দফা বন্যার জন্য ফের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়েছেন অনেকেই। ইতোমধ্যে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন কেউ কেউ। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
