ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০২:৩৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০২:৩৪:৪৪ অপরাহ্ন
বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি
একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজারের হোটেল-মোটেল জোন, প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজারঘাটাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাটগত বৃহস্পতিবার ভারী বর্ষণে শহরের সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও হোটেল-রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি ঢুকে পড়েএতে অবকাশে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েনগত দুই বছর ধরে ড্রেনের পানি নিষ্কাশনে বাধার কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরাকক্সবাজার শহরের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কলাতলীএখানে অন্তত ৩৫০টি হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউস আছেঅধিকাংশ পর্যটক বেড়াতে এসে এখানেই ওঠেনসেখানেও রাস্তাঘাটে প্রায় হাঁটুপানি জমে গেছেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এখন পর্যটনে অফসিজন চলছেতারপরও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার পর্যটক আসেনপর্যটন ব্যবসায়ী সাইফুল আলম জানান, গত বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছেএতে পর্যটন এলাকার সব রাস্তাঘাট তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছেপর্যটকরা হোটেল কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন নামকবুল আহমদ নামে কলাতলী সড়কের একটি রেস্তোরাঁর মালিক বলেন, ভোর থেকে বৃষ্টিপাত হচ্ছেএতে রেস্তোরাঁয় পানি ঢুকে পড়েছেএমন অবস্থা হলে বর্ষায় ব্যবসা বন্ধ রাখতে হবেশুধু কলাতলী নয়, কক্সবাজার শহরের প্রধান সড়ক ও ১২টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছেপাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেড্রেন উপচে ঢলের পানি বাসাবাড়িতে ঢুকে পড়ছেপৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের নুনিয়ারছড়া, নতুন বাহারছড়া এলাকায় সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছেএসব এলাকার অধিকাংশ বাড়িতে পানি ঢুকেছেঅনেক বাড়িতে রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছেকক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই কক্সবাজার শহরের রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর ডুবে যাচ্ছেএখনই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে জলাবদ্ধতার সম্ভাব্য কারণ খুঁজে ব্যবস্থা নেওয়া জরুরিকক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, পাহাড়ের পাদদেশে অবস্থিত কক্সবাজার শহরদীর্ঘদিন ধরে অব্যাহত পাহাড় কাটা, খাল-ঝিরি ও ড্রেনের জায়গা দখল হয়ে আছেএতে একটু বৃষ্টি হলেই পাহাড় বেয়ে মাটি এসে ড্রেন ভরে যাচ্ছেফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছেঅপরদিকে জেলার সদর, রামু, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া, উখিয়া ও মহেশখালীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল ঢলের পানিতে তলিয়ে গেছেকক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ৩৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছেএর মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছেআরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারেএ সময়ে পাহাড় ধসের ঝুঁকি আছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য