ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু কর্মস্থলে শ্রমিকের মৃত্যু কমছে না আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আমতলীতে প্রতিবন্ধীর জমি দখলের পায়তারা,সালিশ বৈঠকে বসে মারামারির অভিযোগ উঠেছে ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিয়মিত মাসোহারা নিচ্ছে পুলিশ ভিকারুননিসায় হিজাবকাণ্ড অভিযুক্ত সেই শিক্ষিকা বরখাস্ত প্রণোদনার বীজ আমদানিতে অমিত-বঙ্গ সিন্ডিকেট বহাল ৩০৯ আবেদনের নিষ্পত্তি

বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০২:৩৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০২:৩৪:৪৪ অপরাহ্ন
বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি
একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে পর্যটন শহর কক্সবাজারের হোটেল-মোটেল জোন, প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজারঘাটাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাটগত বৃহস্পতিবার ভারী বর্ষণে শহরের সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও হোটেল-রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি ঢুকে পড়েএতে অবকাশে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েনগত দুই বছর ধরে ড্রেনের পানি নিষ্কাশনে বাধার কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরাকক্সবাজার শহরের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কলাতলীএখানে অন্তত ৩৫০টি হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউস আছেঅধিকাংশ পর্যটক বেড়াতে এসে এখানেই ওঠেনসেখানেও রাস্তাঘাটে প্রায় হাঁটুপানি জমে গেছেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এখন পর্যটনে অফসিজন চলছেতারপরও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার পর্যটক আসেনপর্যটন ব্যবসায়ী সাইফুল আলম জানান, গত বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছেএতে পর্যটন এলাকার সব রাস্তাঘাট তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছেপর্যটকরা হোটেল কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন নামকবুল আহমদ নামে কলাতলী সড়কের একটি রেস্তোরাঁর মালিক বলেন, ভোর থেকে বৃষ্টিপাত হচ্ছেএতে রেস্তোরাঁয় পানি ঢুকে পড়েছেএমন অবস্থা হলে বর্ষায় ব্যবসা বন্ধ রাখতে হবেশুধু কলাতলী নয়, কক্সবাজার শহরের প্রধান সড়ক ও ১২টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছেপাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছেড্রেন উপচে ঢলের পানি বাসাবাড়িতে ঢুকে পড়ছেপৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের নুনিয়ারছড়া, নতুন বাহারছড়া এলাকায় সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছেএসব এলাকার অধিকাংশ বাড়িতে পানি ঢুকেছেঅনেক বাড়িতে রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছেকক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই কক্সবাজার শহরের রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর ডুবে যাচ্ছেএখনই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে জলাবদ্ধতার সম্ভাব্য কারণ খুঁজে ব্যবস্থা নেওয়া জরুরিকক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, পাহাড়ের পাদদেশে অবস্থিত কক্সবাজার শহরদীর্ঘদিন ধরে অব্যাহত পাহাড় কাটা, খাল-ঝিরি ও ড্রেনের জায়গা দখল হয়ে আছেএতে একটু বৃষ্টি হলেই পাহাড় বেয়ে মাটি এসে ড্রেন ভরে যাচ্ছেফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছেঅপরদিকে জেলার সদর, রামু, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া, উখিয়া ও মহেশখালীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল ঢলের পানিতে তলিয়ে গেছেকক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ৩৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছেএর মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছেআরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারেএ সময়ে পাহাড় ধসের ঝুঁকি আছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য