পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোয়ালদিঘি এলাকায় আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী বেগম (৪৫) ও তার নাতনি আয়শা আক্তার (৩)। আয়শা একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, সন্ধ্যায় নানি আর নাতনি বাজার থেকে বাড়ির কাছে এসে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আটোয়ারী থেকে ঠাকুরগাঁওগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আটোয়ারী থানার ওসি মুসা মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
