ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সুপারিশ প্রণয়নে কমিটি অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করছে-মির্জা ফখরুল দাম বাড়লে কমবে ধূমপান প্রবণতা পাইকারি ও খুচরা বাজারে ভারসাম্য নেই ফলের দামে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই ঈদে ৯ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর বন্দর সমন্বয়ক পরিচয়ে দাপিয়ে বেড়াত সানি গ্রেফতার হলো চাঁদাবাজি মামলায় পাকুন্দিয়ায় জমি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা শেরপুরে মোগল খাঁ ও লালু খাঁ হত্যা মামলার ৮ আসামিকে চার্জশীট থেকে বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন পাথর খনি থেকে দীর্ঘ ১ মাস পর পাথর উত্তোলন শুরু ঘোড়াঘাটে রাবার ড্রাম স্থাপনের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী ভর্তি সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুই ডাক্তার দেশি কাপড় বিদেশি ট্যাগ ২ দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা ঝুঁকিপূর্ণ সেতুই দুর্গাপুর কলমাকান্দা মানুষের ভরসা অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেলো আইডিএফ পুত্রসন্তানের মা হলেন অ্যামি জ্যাকসন বলিউড ছাড়ছেন সানি দেওল কারাগারে যেমন ছিলেন রিয়া চক্রবর্তী মঞ্চে সোনু নিগামের দিকে পাথর ও বোতল নিক্ষেপ

সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৪:৫৮ পূর্বাহ্ন
সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্য গ্রেফতার দালাল চক্রের ৪১ সদস্য

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল চারটি হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতাল। গতকাল বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। র‌্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান সম্পর্কে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চক্রের ৪১ সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, আমরা আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আসা রোগীদের অনেকটা জিম্মি করেই দালাল চক্রের সদস্যরা অর্থ হাতিয়ে নেয়। তারা সক্রিয় দালাল চক্রের সদস্য। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে র‌্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। 

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স