ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

কর্মবিরতি-আন্দোলনে উভয় সংকট শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে পড়াবে কে?

  • আপলোড সময় : ১২-০৭-২০২৪ ০৪:১৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৪ ০৪:১৭:২৪ অপরাহ্ন
কর্মবিরতি-আন্দোলনে উভয় সংকট  শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে পড়াবে কে?
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এ চিঠি পাঠানো হয়েছেকিন্তু কোটাবিরোধী আন্দোলনের মধ্যেই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরাওএ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে পড়াবে কে?
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা ইউজিসি থেকে একটি চিঠি দেওয়া হয়সেখানে বলা হয়েছে, সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো
এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়বাতিলের দাবিতে ১১তম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমকিন্তু তাদের ক্লাসে ফেরানোর কোনো উদ্যোগ ইউজিসি নেয়নিএটাকে হাস্যকর হিসেবে অভিহিত করেছেন একজন উপাচার্য
নাম প্রকাশ না করার শর্তে ওই উপাচার্য ঢাকা পোস্টকে বলেন, ইউজিসির কথায় শিক্ষার্থীরা যদি ক্লাসে ফিরেও তাহলে ক্লাস নেবে কারা? কোনো নির্দেশনা দেওয়ার আগে চিন্তাভাবনা করে দেওয়া উচিত
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সই করা চিঠি দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছেচিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রতিপালন প্রসঙ্গ
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়ের করা দুটি সিভিল পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত কিছু নির্দেশনা দিয়েছেনআদালতের দেওয়া এসব পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, সুপ্রিম কোর্ট থেকে গতকাল (বুধবার) কোটা সংক্রান্ত একটি পর্যালোচনার কপি আমাদের পাঠানো হয়েছেসেই কপিটা শুধু বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পাঠানো হয়েছেশিক্ষকরা তো ক্লাস বর্জনে রয়েছে, তাদের ব্যাপারে ইউজিসি কী করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার জবাব আমি দিতে পারব না
শিক্ষক আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, এ বিষয়ে আমাদের ফেডারেশন থেকে কোনো সিদ্ধান্ত আসেনিএখনো যেহেতু আমাদের দাবি মানা হয়নি তাই আমরা আন্দোলন চালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছিতারপরও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন থেকে কী সিদ্ধান্ত আসে সেদিক বিবেচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবইউজিসির চিঠি প্রসঙ্গ তিনি বলেন, এটা ইউজিসি ও সরকার বলতে পারবে
এ প্রসঙ্গে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাইলে ফিরুককিন্তু ক্লাস নেওয়ার মালিক আমরা শিক্ষকরাআমরা না চাইলে তারা তো আর ক্লাস-পরীক্ষায় ফিরতে পারবে নাআমরা দীর্ঘদিন ধরেই প্রত্যয় স্কিম বাতিলের জন্য আন্দোলন করছিসুতরাং এই দাবি আদায়ের আগ পর্যন্ত তো আমরা ক্লাস-পরীক্ষায় ফিরতে পারি না

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স