ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিল ১২ ব্যাংক

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৩:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিল ১২ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে

‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতির অধীনে বাংলাদেশ ব্যাংকে প্রায় ৫৯ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা জমা রেখে টাকা নিয়েছে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংক। তারল্যের চাহিদা মেটাতে চালু হয় কারেন্সি সোয়াপ পদ্ধতি। এটি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কারেন্সি সোয়াপ করে ১২ ব্যাংক ৫৮ কোটি ৮০ লাখ ডলার জমা রেখে সমপরিমাণ টাকা নিয়েছে। ৩০ দিন মেয়াদে সবগুলো ব্যাংক এ সুবিধা নিয়েছে। এ পদ্ধতির মাধ্যমে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য বৈদেশিক মুদ্রা জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ টাকা নেওয়া যায়। মেয়াদ শেষে টাকা ফেরত দিয়ে জমা দেওয়া অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। গত ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন এ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এ পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সর্বনিম্ন ৫০ লাখ বিদেশি মুদ্রা বা সমপরিমাণ টাকা অদল-বদল করা যায়। এ পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। কারেন্সি সোয়াপ এবং ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে রেমিটেন্স মিলে বিপিএম৬ হিসাবে গ্রস রিজার্ভ এখন ২০ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবমতে গ্রস রিজার্ভ এখন ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স