ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিল ১২ ব্যাংক

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৮:০৩:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিল ১২ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে

‘কারেন্সি সোয়াপ’ পদ্ধতির অধীনে বাংলাদেশ ব্যাংকে প্রায় ৫৯ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা জমা রেখে টাকা নিয়েছে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংক। তারল্যের চাহিদা মেটাতে চালু হয় কারেন্সি সোয়াপ পদ্ধতি। এটি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কারেন্সি সোয়াপ করে ১২ ব্যাংক ৫৮ কোটি ৮০ লাখ ডলার জমা রেখে সমপরিমাণ টাকা নিয়েছে। ৩০ দিন মেয়াদে সবগুলো ব্যাংক এ সুবিধা নিয়েছে। এ পদ্ধতির মাধ্যমে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য বৈদেশিক মুদ্রা জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ টাকা নেওয়া যায়। মেয়াদ শেষে টাকা ফেরত দিয়ে জমা দেওয়া অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। গত ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন এ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এ পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সর্বনিম্ন ৫০ লাখ বিদেশি মুদ্রা বা সমপরিমাণ টাকা অদল-বদল করা যায়। এ পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। কারেন্সি সোয়াপ এবং ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে রেমিটেন্স মিলে বিপিএম৬ হিসাবে গ্রস রিজার্ভ এখন ২০ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবমতে গ্রস রিজার্ভ এখন ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ