চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই অরুণাচলে ১২ জলবিদ্যুৎকেন্দ্র করছে ভারত
জনতা ডেস্ক
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার অঞ্চলটিতে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের মেগা পরিকল্পনা করছে ভারত। অঞ্চলটিতে ১২টি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। মোদি প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অরুণাচলে ১২টি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনে এরইমধ্যে ৯০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময় বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও দাবি করা হয়েছে।
অরুণাচল প্রদেশ নিয়ে গত ছয় দশক ধরেই দ্বন্দ্ব জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে বেইজিং। গত বছর অঞ্চলটির নতুন একটি মানচিত্র প্রকাশ করেছিল শি জিনপিং প্রশাসন। সেখানে গোটা অঞ্চলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। চলমান সীমানা নিয়ে উত্তেজনার মধ্যে এবার অরুণাচলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারত। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এরইমধ্যে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ৭ হাজার ৫০ কোটি রুপি বরাদ্দ দিয়েছেন। এই অর্থের মধ্যে অরুণাচলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে ৯০০ কোটি রুপি। রয়টার্স জানায়, ভারতের উত্তরপূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎসুবিধা প্রদান এবং স্থানীয়দের পুনর্বাসন করতে এই অর্থ ব্যয় করা হবে। জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর এই মেগা পরিকল্পনা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার সময় মোদি সরকার উন্মোচন করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ভারত এবং চীনের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত; যার বেশিরভাগই অনির্ধারিত। অরুণাচলকে দক্ষিণ তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে চীন। তাই এই অঞ্চলে ভারতীয় যেকোনো অবকাঠামো নির্মাণ প্রকল্পের তীব্র বিরোধিতা করছে বেইজিং।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ