ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

ব্যর্থ হওয়ায় দায় নিলেন বিয়েলসা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন
ব্যর্থ হওয়ায় দায় নিলেন বিয়েলসা

স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বে দাপুটে তিন জয়ের পর কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে মূল ম্যাচে হারাতে পারেনি উরুগুয়েটাইব্রেকারে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে আনে তারাকিন্তু শেষ চারের বাধা আর টপকাতে পারেনি মার্সেলো বিয়েলসার দলটুর্নামেন্ট থেকে বিদায়ের পর ব্যর্থতার দায় নিজ কাঁধেই নিলেন উরুগুয়ে কোচকোপা আমেরিকার শুরু থেকেই এবার দারুণ ছন্দে ছিল উরুগুয়েগ্রুপের তিন ম্যাচে অন্য সবার চেয়ে বেশি ৯ গোল করে তারাকিন্তু নকআউট থেকেই যেন হাওয়া তাদের গোলদুই ম্যাচের একটিতেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেননি দারউইন নুনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোরাসবশেষ কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে সেমি-ফাইনালেই থেমে গেছে উরুগুয়ের এবারের কোপা আমেরিকাম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা দলটি গোলের জন্য করে ১১টি শটকিন্তু ২টির বেশি লক্ষ্যে রাখতে পারেনিপোস্টে লেগে ফিরে আসে বদলি নামা লুইস সুয়ারেসের শটপ্রথমার্ধে হেফারসন লের্মার করা গোলের লিড ধরে রেখে ফাইনালে পৌঁছে যায় কলম্বিয়াম্যাচ শেষে আক্ষেপের শেষ নেই বিয়েলসারসংবাদ সম্মেলনে তিনি বারবারই বলেন, শক্তি-সামর্থ্য বিচারে ম্যাচটি জেতা উচিত ছিল উরুগুয়েরদুই দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতিভার বিচার করলে এই ম্যাচ জেতার সুবিধাজনক অবস্থায় ছিল কলম্বিয়াআমি যে দলের কোচ, আমার মতে, মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে প্রতিভায় এই দল এগিয়ে ছিলদুই দলের ফর্মেশন দেখার পর আমি মনে করেছিলাম আমরা (জিততে) পারবকিন্তু আমরা পার্থক্য গড়ে দিতে পারিনি তুলনামূলক শক্তিশালী দল নিয়েও তাই জিততে না পারার দায় নিজের কাঁধেই নেন উরুগুয়ে কোচপ্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকার সামর্থ্য সম্পন্ন ফুটবলার থাকার পরও কাক্সিক্ষত ফল না পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি দায়ী ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনিয়োসবাকি সময়ে প্রতিপক্ষের একজন কম থাকার কোনো ফায়দা নিতে পারেনি উরুগুয়েদশ জন কম নিয়েও লিড ধরে রাখা ও ম্যাচ জিতে বের হওয়ার কৃতিত্ব দেখানোয় তাই কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্সোর প্রশংসা করেন বিয়েলসাএকজন বেশি থাকার সুবিধাটা আমরা নিতে পারিনিআর যখন তুলনামূলক কম প্রতিভা নিয়ে একটি দল জিতে যায়, তখন যৌক্তিকভাবেই যিনি দুর্বল দলের কোচিং করাচ্ছে, তিনি দেখান যে শক্তিশালী দলের কোচের চেয়ে তিনি এগিয়ে উরুগুয়ে কোচের মতে, মুনিয়োসের লাল কার্ডের পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে গিয়েছিলপ্রথমার্ধে আমরা যদিও বলের নিয়ন্ত্রণে দাপট দেখাতে পারিনি, তবু (দুই দল) প্রায় সমান ছিলআমাদের তখন পার্থক্য গড়ে দেওয়া উচিত ছিলদ্বিতীয়ার্ধে কলম্বিয়ার একজন কমে যাওয়ার পর ম্যাচটি পুরোপুরি বদলে যায়খেলা বারবার শুরু আর বন্ধ হচ্ছিলআমাদের আরও সুযোগ তৈরি করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা উচিত ছিলশেষ দিকে তারা গোল করতে পারত কারণ তাদের পরিষ্কার সুযোগ ছিলতবে আমরা সম্ভাব্য সব উপায়ে সব কিছু চেষ্টা করেছি বাংলাদেশ সময় আগামী রোববার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ