আদালতের ওপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। ওয়ার্কার্স পার্টির যুব কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কোটা সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, পুনর্বহাল বা বাতিল নয় সংবিধানে বর্ণিত বিধি অনুসারে নারী, প্রতিবন্ধী, অনগ্রসর জাঁতি গোষ্ঠী, জনপদ, মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার যুক্তিযুক্ত সংস্কারই বাঞ্ছনীয় হবে। যুব কর্মসংস্থানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রায় তিন কোটি যুব গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে বর্তমান জনসংখ্যার সুবিধা পাবে না। বরং এই বিশাল জনগোষ্ঠী হতাশা ও মাদকাসক্তির অতল গহ্বরে নিমজ্জিত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার সম্ভাবনা তিরোহিত হবে। ওয়ার্কার্স পার্টির যুব সাব কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন তাপস দাস, কায়সার আলম ও মুক্তার হোসেন নাহিদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সংবিধানের আলোকে কোটা সমস্যা সমাধান করুন : মেনন
- আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০২:৪৪:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০২:৪৪:২৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ