ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ১১:২৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ১১:২৬:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের পাট ও পাটজাত্য পণ্যফলে আশঙ্কাজনক হারে কমছে এসব পণ্যের রপ্তানিগত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে মে পর্যন্ত (১১ মাস) রপ্তানি কমেছে ৭ দশমিক ৫৩ শতাংশ, যা একই সময়ে রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৩ শতাংশ কম হয়েছেচলতি অর্থবছরে জুলাই থেকে মে মাস পর্যন্ত পাট এবং পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৯৩ কোটি মার্কিন ডলারকিন্তু এ সময় রপ্তানি হয়েছে প্রায় ৭৯ কোটি মার্কিন ডলার, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৮৫ কোটি মার্কিন ডলারবাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ীদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কোনো সুখবর নেইতাছাড়া এসব পণ্যের ব্যবসায়ীরা পর্যাপ্ত ঋণ পাচ্ছে নাসরকার তৈরি পোশাক খাতে সহজ শর্তে ৩ শতাংশ সুদে ঋণ দিচ্ছেব্যাংক সেখানে বছরে চার্জ করেআর পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীদের ১১-১২ শতাংশ সুদে ঋণ নিতে হয়সেটি এখন আবার বাড়ানো হয়েছেআর সুদ চার্জ করে প্রতি তিন মাসেঅথচ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক বাজারে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা, তাদের তুলনায় এদেশের মেশিনারিজ অনুন্নততাছাড়া পাট পণ্যকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়া হয়েছেপ্রধানমন্ত্রী চিঠি দিয়ে নির্দেশনাও দিয়েছেনকিন্তু আমলারা সেটি এখনো করেননিফলে ব্যবসায়ীরা বেশকিছু সুবিধা থেকে বঞ্চিতএতে করে আগ্রহ হারাচ্ছেন এ খাতের ব্যবসায়ীরাসূত্র জানায়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বছর বৃদ্ধি করেছেবিজ্ঞপ্তির নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশের উৎপাদকদের পাটপণ্য রপ্তানিতে ভিন্ন ভিন্ন হারে শুল্ক প্রযোজ্য হবেবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এ সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এ শুল্ক, যা ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদে প্রতি টনে ১৯ দশমিক ৩০ থেকে ৩৫১ দশমিক ৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত২০২২ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার একদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে মেয়াদ বাড়ানো হয়এর ফলে দেশটিতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি কার্যত শূন্যের কাছাকাছি নেমে এসেছে
সূত্র আরো জানায়, ভারতে অ্যান্টি-ডাম্পিং শুল্কের কারণে সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা বাজার হারিয়েছেঅন্যদিকে বহুবার সরকারকে বলা হয়েছে সমুদ্র পথে পাট পণ্য রপ্তানির পথ সহজ করতে, দেশগুলোর সঙ্গে কথা বলতেকিন্তু সেটি না হওয়ায় ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হয়তার মধ্যে একটি হচ্ছে পরিবহন খরচ এবং ট্রাকের সংখ্যা নিয়ে দুই পক্ষের ভিন্ন মতঅনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে পাঠানো হয় ১৫ ট্রাক কিন্তু তারা বলে ৫ ট্রাক, ১০ ট্রাকএ নিয়ে এদেশের ব্যবসায়ীদের তেমন কিছু করার থাকে নাকিন্তু এটা যদি সমুদ্র পথে যেত, তাহলে এসব করার সুযোগ থাকত না
এদিকে পাট ও তুলার মিশ্রণে তৈরি হচ্ছে সুতা (ভেসিকল)পাট কাটিংস ও নিম্নমানের পাটের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে নারকেলের ছোবড়া মিশিয়ে জুট জিওটেক্সটাইল উৎপন্ন হয়তাছাড়া পাটখড়ি থেকে উৎপাদিত ছাপাখানার বিশেষ কালি, চারকোল এবং পাট পাতা থেকে উৎপাদিত ভেষজ পানীয় রপ্তানি পণ্য হিসেবে বিশ্ববাসীর কাছে জনপ্রিয়তা লাভ করেছেপাট দিয়ে তৈরি হচ্ছে শাড়ি, লুঙ্গি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহারি ব্যাগ, খেলনা, শো-পিস, ওয়ালমেট, আলপনা, দৃশ্যাবলি, নকশিকাঁথা, পাপোশ, জুতা, স্যান্ডেল, শিঁকা, দড়ি, সুতলি, দরজা-জানালার পর্দার কাপড়, গহনা ও গহনার বাক্সসহ নানা পণ্যএ ধরনের ২৩৫ রকমের আকর্ষণীয় ও মূল্যবান পণ্য জাহাজে চড়ে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেএমনকি বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ, পেপার অ্যান্ড পাল্প, ইনসুলেশন শিল্প, জিওটেক্সটাইল হেলথ কেয়ার, ফুটওয়্যার, উড়োজাহাজ, কম্পিউটারের বডি তৈরি, ইলেকট্রনিকস, মেরিন ও স্পোর্টস শিল্পে ব্যবহৃত হচ্ছেচলতি অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০২ কোটি মার্কিন ডলারঅর্থবছর শেষে হওয়ার ঠিক আগের মাসে নেতিবাচক রপ্তানির ফলে এ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরামূলত সরকারের নীতিসহায়তা না পাওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর ফলে ব্যবসায়ীরা পাট ও পাটজাত পণ্যে আগ্রহ হারাচ্ছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স