ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
* যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ * ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো * শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সর্বাত্মক বাংলা ব্লকেডে স্থবির ঢাকা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ০৯:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ১২:০১:২৮ পূর্বাহ্ন
সর্বাত্মক বাংলা ব্লকেডে স্থবির ঢাকা সরকারি চাকরির সব গ্রেডে সকল প্রকার ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বুধবার সারা দেশে সড়ক অবরোধের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে এসে বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে তাঁরা রাস্তা ছেড়ে দেন
সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেডকর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকাকোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরাবাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করায় ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়ফলে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেকোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর একমাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগফলে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্রটি বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরাগতকাল বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেনপরে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন জানান, আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেনফলে যা ছিল তা-ই থাকবেঅর্থাৎ কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহাল থাকছে
কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগএকই সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানতিনি বলেন, প্রতিবাদকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবেবিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে ভিসিদেরও উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনিআদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগগতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানানআগামী আগস্টের প্রথম সপ্তাহে আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কারএ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
কোটাবিরোধী দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল শাহবাগ মোড়ে আসার পর পুলিশের অনুরোধে ওই এলাকা ছেড়েছে মুক্তিযুদ্ধ মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠনগতকাল বুধবার দুপুর ১২টার কিছু আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে মোড়ে এসে অবরোধ করলে পুলিশের অনুরোধে জাতীয় জাদুঘরের সামনে অবস্থানকারীরা চলে যানশিক্ষার্থীদের মিছিল আসার সময় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাএ সময় উভয়পক্ষকেই উত্তপ্ত স্লোগান দিতে দেখা যায়এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি ঘুরে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা
মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের স্থিতাবস্থার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরাগতকাল বুধবার দুপুরে সায়েন্সল্যাব মোড় অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসানতিনি বলেন, আমরা স্থায়ী সমাধান চাইকোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই নাসব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবেআমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাইদাবি মেনে নেয়া না পর্যন্ত আন্দোলন চলবেশিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর অধিকাংশ এলাকাগতকাল দুপুর ১২টার দিকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় যাতায়াত ব্যবস্থাবাস অন্যান্য যানবাহন রাজধানীর প্রধান সড়কগুলোয় আটকা পড়েনগরজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজটঅনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয় শত শত মানুষ
বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরাএতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে যেতে পারেনিএকইভাবে বাইরের কোনো ট্রেনও ঢাকায় প্রবেশ করতে পারেনিএকই সঙ্গে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরাগতকাল সন্ধ্যায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছেএখন আর কোনো সমস্যা নেইনির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারছেগতকাল বুধবার বেলা ১১টার পর থেকে সর্বাত্মক বাংলা ব্লকেডকর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে আসতে থাকেন শিক্ষার্থীরাদুপুর পৌনে ১২টায় শাহবাগ মোড় অবরোধ করেন তারাবন্ধ হয়ে যায় যান চলাচলএর আগে সকাল ১০টায় তারা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেনসেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া-মুহসীন হল-ভিসি চত্বর-টিএসসি হয়ে শাহবাগে যান তারাএরপর শাহবাগ মোড় অবস্থান নেন শিক্ষার্থীরাএ সময় ওই এলাকায় আটকা পড়ে অনেক যানবাহনযাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়
গুলিস্তান জিরোপয়েন্ট মোড় ও পল্টন মোড় অবরোধ করেন শিক্ষার্থীরাগুলিস্তানের নুর হোসেন চত্বর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধশিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে অবরুদ্ধ করে রেখেছেন এই মোড়গুলিস্তান মোড়ে শিক্ষার্থীরা চারপাশে বৃত্তাকার হয়ে বসে পড়েছেনশিক্ষার্থীরা দখলে নিয়েছেন পল্টন মোড়ওরাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শ্যামপুর, জুরাইন, পুরান ঢাকার লোকজন ঢাকার অন্য অংশের সঙ্গে যোগাযোগের জন্য এই জিরোপয়েন্ট মোড় ব্যবহার করেনকিন্তু চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন দিক থেকে আসা গাড়িগুলোকে জিরোপয়েন্টের আশপাশের সড়কে থেমে থাকতে দেখা যায়আগারগাঁও মোড়ের চারটি রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরাএতে মিরপুর থেকে গাড়ি আসা-যাওয়া বন্ধ হয়ে যায়শ্যামলী বা বিজয় সরণির দিকেও যেতে পারেনি কোনো গাড়িযে গাড়ি যেদিক থেকে এসেছে, সেদিকে ফিরিয়ে দেয়া হয়েছেএ সময় মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কটি দিয়েও যান চলাচল ব্যাহত হয়জরুরি প্রয়োজনে হেঁটে ও গলিপথ ধরে রিকশায় যাতায়াত করছেন পথচারীরাআন্দোলনের কারণে রাজধানীর মহাখালী থেকে বনানী পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়যানবাহন না চলার কারণে অনেকে হেঁটে গন্তব্যে গেছেনঅনেকে যানজটে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকেন আশেপাশের রাস্তায়ক্ষোভ প্রকাশ করছেন তারাএনামুল হক নামের একজন বলেন, কাজের সময় এভাবে একটানা এক জায়গায় বসে আছিবড় ক্ষতি হয়ে যাচ্ছেসকাল ১০টা থেকে এখনো যানজটে আটকে রয়েছিএখনো জানি না কখন রাস্তা ছাড়বেএ রকম আর কত দিন চলবে? তবে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েন পিজি ও বারডেম হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরারোজিনা বানু নামের একজন যাত্রী বলেন, আমি নিউমার্কেটে যাবোকিন্তু কোনো গাড়িই পাচ্ছি নাআমি অসুস্থতারপরও মনে হয় হেঁটেই যেতে হবেসুমন বড়ুয়া নামের অন্য একজন বলেন, আমি বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটরে আটকে যাইতখন থেকে দেড় ঘণ্টা সেখানে বসে ছিলামকিন্তু গাড়ি চলছে না দেখে হেঁটে হেঁটে শাহবাগ আসলামভেবেছিলাম এখানে গাড়ি পাবোকিন্তু শুনলাম গুলিস্তানেও অবরোধ চলছেআমাকে যেতে হবে সদরঘাটেশিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, কিন্তু মানুষের ভোগান্তিও মুখ্য বিষয়
এদিকে একই সময় রামপুরা থেকে শান্তিনগর, কাকরাইল পর্যন্ত রাস্তায় যানজট ছিল নারাস্তার পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছেপ্রতিদিনের মতো আবুল হোটেলের মোড় ও মেরুল বাড্ডা এলাকায় যানবাহনের চাপ বেশি ছিলএ রাস্তায় শিক্ষার্থীদের আন্দোলন চোখে পড়েনিজরুরি কাজ ছাড়া গতকাল সকাল থেকে রাজধানীতে সড়কে বের হননি অনেকেইএ কারণে বেশিরভাগ সড়ক ছিলো অনেকটা ফাঁকাকোথাও কোনো সিগন্যাল ছাড়া পার হতে পারছে যানবাহনসড়কে বাসসহ অন্যান্য যানবাহনের সংখ্যাও কম চলাচল করতে দেখা গেছেবাংলা ব্লকেডকর্মসূচিতে সতর্ক ছিলো আইনশৃঙ্খলা বাহিনীপূর্বনির্ধারিত স্থানে এবং প্রত্যেক মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলোসড়কে ব্যারিকেড প্রস্তুত রেখেছিলো পুলিশঅপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলো পুলিশ সদস্যরা
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গতকাল সকাল থেকে সতর্ক ছিলো পুলিশমানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলোকেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া ছিলোঅপরদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগআপিল বিভাগের এমন আদেশকে আন্দোলন দমানোর কৌশলহিসেবে দেখছেন শিক্ষার্থীরাতাদের দাবি, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুনএছাড়া ছাত্রসমাজ রাজপথ ছাড়বে নাগতকাল বুধবার দুপুরে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা
হাসনাত আব্দুল্লাহ নামে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক বলেন, আমরা আপিল বিভাগের এমন আদেশে আশাহত হয়েছিআমরা একটি স্থায়ী সমাধান চেয়েছিলামকিন্তু মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দমাতেই সরকার এমন মূলা ঝুলিয়েছেআমাদের অবস্থান পরিষ্কার, আমরা স্থায়ী সমাধান চাইআমরা চাই কোটা নিয়ে পৃথক একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে চূড়ান্তভাবে এই সমস্যাটির সমাধান করা হোকতিনি বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাইবিচার বিভাগের প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা আছেকিন্তু আমরা সাময়িক কিছুতে আর বিশ্বাস করছি নাআমাদের ঘরে ফেরাতে হলে কোটা বৈষম্য দূর করতেই হবেরবিউল ইসলাম নামক আরেক শিক্ষার্থী বলেন, টানা আন্দোলনে আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে, তারপরও তারা রাজপথেই চলে আসছেআমরা কোনোভাবেই হার মানতে রাজি নইসরকারকে অবশ্যই এর স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবেপাকিস্তান থেকে বৈষম্যের প্রতিবাদে যুদ্ধ করে স্বাধীন হওয়া জাতি কোনো ধরনের কোটা বৈষম্য মেনে নেবে না

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স