স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা কেউ চাই না ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয়, ওপরওয়ালার ইচ্ছায় আমরা সামলাতে পারবো বলে আশা করি। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, সব চিকিৎসক কিন্তু জানেন ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি এরইমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) নিয়ে মিটিং করেছি যেন কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়। মশা নিয়ন্ত্রণে কীভাবে সমন্বয় করা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কয়েকটি মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করবো। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ডেঙ্গুতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক -কেউ চাই না : স্বাস্থ্যমন্ত্রী
- আপলোড সময় : ১০-০৭-২০২৪ ০২:২৪:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৭-২০২৪ ০২:২৪:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ