ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
১৮ জেলায় অপরিবর্তিত

উত্তরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১২:৪৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৪৯:৩২ পূর্বাহ্ন
উত্তরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
যমুনা-ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও দেশের উত্তর-মধ্যাঞ্চলে ১৮ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নিএখনও বিপদসীমার ওপরে নদ-নদীর পানিবিভিন্ন জেলা-উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, হাট-বাজার, ফসলি জমিবন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানএদিকে সিলেটে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি পরীক্ষাঅন্যান্য স্থানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিললেও উত্তরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারেগতকাল মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রবন্যার কারণে সিলেটে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীজেলা প্রশাসন জানিয়েছে, এখনও জেলার পাঁচ লাখের বেশি মানুষ বন্যা কবলিতটাঙ্গাইলে পানিবন্দি গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর ও নাগরপুর উপজলার ৪৬ হাজার মানুষবন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, হাট-বাজার, ফসলি জমি
টাঙ্গাইল পানি উনয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যমুনা ও ঝিনাই নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছেসিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জেলার অভ্যন্তরীন ফুলজোড়, ইছামতি, করতোয়া নদীসহ চলবিলের নদ-নদীর পানি বাড়ছেএতে ৫ উপজেলার প্রায় ২০ হাজার মানুষ এখনও পানিবন্দিনদী তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙনকুড়িগ্রামে চরম দুর্ভোগে লক্ষাধিক বানভাসী মানুষব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বিপৎসীমার উপরেস্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের পানি ও বৃষ্টি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছেতবে এখনও পাঠদান বন্ধ রয়েছে ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানেজামালপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানিতবে কমেনি দুর্গতদের দুর্ভোগবন্যার পানিতে তলিয়ে গেছে ৮ হাজার হেক্টর ফসলি জমিবগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছেবানের পানিতে প্লাবিত হয়ে বন্ধ রয়েছে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানপাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারেগঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছেঅপরদিকে পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছেআগামী তিনদিন উভয় নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারেদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিনদিনে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছেএতে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতির উন্নতি হতে পারেতবে আগামী একদিনে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে, ফলে ধরলা ও দুধকুমারের পানির সমতল কিছু পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারেআগামী তিনদিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানির সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারেদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদীর পানি সমতল বাঘাবাড়ী পয়েন্টে হ্রাস পেয়ে সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও উন্নতি হতে পারেএকই সময় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
অপরদিকে গাইবান্ধার সব নদ-নদীতেই কমতে শুরু করেছে বন্যার পানিফলে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেনদী তীরবর্তী এলাকার বাঁধে আশ্রয় নেওয়া মানুষেরা ফিরছে বাড়িতেতবে নিম্নাঞ্চলের বাড়ি-ঘর থেকে পানি নেমে যেতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডঅন্যদিকে পানি কমলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ এখনো রয়েছেগাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্যানুযায়ী, গেল চারদিনের ব্যবধানে জেলার ব্রহ্মপুত্র নদের পানি ৭৬ সেন্টিমিটার কমে রোববার দুপুর ১২টায় ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেএকই সময়ে ঘাঘট নদীর পানি ৪০ সেন্টিমিটার কমে জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নদী দিয়ে প্রবাহিত হচ্ছেএদিকে করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার নীচ দিয়ে এবং তিস্তা নদীর বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছেএর আগে গেল ৫ জুন পর্যন্ত জেলার ব্রহ্মপুত্র নদের পানি সর্বোচ্চ ৮৯ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি সর্বোচ্চ ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা বন্যা কবলিত হয়চলমান বন্যায় জেলার চার উপজেলার ২৯ ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েবন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানতলিয়ে যায় সাড়ে প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমির পাট, আউশ ধান, শাকসবজি ও আমন বীজতলাসরেজমিনে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদী তীরবর্তী এলাকার রাস্তা-ঘাট থেকে পানি নেমে গেছেপানি ওঠা বেশিরভাগ বাড়ি-ঘর ও উঠান থেকে বন্যার পানি নেমে গেছেতবে পানি নেমে গেলেও অনেক আঙ্গিনায় কাঁদা দেখা গেছেফলে তারা এখন চলাফেরায় ভোগান্তিতে রয়েছেনতবে একেবারেই নিম্নাঞ্চলের বাড়ি-ঘরগুলোতে পানি রয়েছেপানি কমলেও তাদের ভোগান্তি কমেনিবন্যার পানি কমলেও হতাশা আর দুশ্চিন্তায় পড়েছে বন্যাকবলিত এলাকার পরিবারগুলোচরাঞ্চলের কৃষিভিত্তিক যাদের জীবন-জীবিকা চরম বেকায়দায় পড়েছেন তারাপানি নেমে গেলেও বন্যার কারণে কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন দিনমজুর এই পরিবারগুলোবন্যাকবলিত এসব মানুষের জন্য বরাদ্দ হওয়া ত্রাণও জোটেনি বলে অভিযোগ ছিল এই এলাকার বেশিরভাগ মানুষের
গোঘাট এলাকার ভুট্টু মিয়া বলেন, আমার বাড়িতে পাঁচ দিন ধরে বন্যার পানি ছিলগত দুই-তিন দিন ধরে পানি কমতে শুরু করেছেতবে পানি কমলো আমাদের দুর্ভোগ কিন্তু কমেনিতিনি আরও বলেন, বন্যা এসে কর্ম বন্ধ হয়ে গেছেআয় নাই অনেক কষ্ট করে দিন যাচ্ছেপাঁচদিন পানিতে ডুবে থাকলাম কোনো মেম্বার-চেয়ারম্যান খোঁজ নেয়নি।  একই এলাকার  সাহেরা বেগম বলেন, বেশিরভাগ বাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও আমার বাড়ি থেকে এখনো পানি নেমে যায়নিপানিতে থাকতে থাকতে পায়ে ঘা ধরেছেআমরা গরিব মানুষ কোনো ত্রাণ পায়নি
কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, চারদিন থেকে পানি কমে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেতবে এখনো চরাঞ্চলের বেশ কিছু বাড়ি ঘরে পানি রয়েছেপ্রশাসনের পক্ষ থেকে ৩৬৫ প্যাকেট শুকনা খাবার এবং ৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল তা বিতরণ করা হয়েছেএনজিওরাও সহযোগিতা করেছেগাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, চলমান বন্যায় সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছেগত চারদিন থেকে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক  হতে শুরু করেছেআশা করা যায় আগামী সপ্তাহেই বন্যার পানি পুরোপুরি নেমে যাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স