ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৪ ১০:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৩৩:০৮ পূর্বাহ্ন
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি, ক্রাইম) মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালতজ্ঞাত আয়ের বাইরে ১১ কোটি চার লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেনগত সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেুবুন্নেছা শুনানি শেষে এ আদেশ দেনক্রোকের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে উভয়ের মালিকানাধীন স্থাবর সম্পদ আছে মোট ৯ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার এবং অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৯০ লাখ টাকার
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করা হয় আদালতেশুনানি শেষে গত সোমবার আদালত ক্রোকের আদেশ দেনগতকাল মঙ্গলবার ক্রোকের আদেশ হাতে পেয়েছিএখন আদালতের নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
দুদকের আইনজীবী কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন, সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের নামে দুদক প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়ের বাইরে ১১ কোটি চার লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছেএসব সম্পদ ক্রোক ও জব্দ করা না গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারেপরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে নাদুদক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরোধের নির্দেশ দিয়েছেন আদালতএখন থেকে এসব সম্পত্তি দুদক দেখভাল করবেনপরে এসব সম্পত্তি তদারকির জন্য রিসিভার নিয়োগের আবেদন করা হবে
তাদের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে-মোহাম্মদ কামরুল হাসানের নামে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর হালিশহর মৌজায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ শতক নাল জমিপাহাড়তলী থানাধীন উত্তর হালিশহর মৌজায় এক কোটি ২০ লাখ টাকার ৪০ শতক নাল জমিপাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় তিন লাখ টাকার ৩.৩৩ শতক ভিটিপাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় ৮০ হাজার টাকা মূল্যের দুই কড়া তিন সমস্ত ছয় ভাগের এক দন্ত ভিটি ভূমিপাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় ৮৫ হাজার টাকার দুই কড়া তিন সমস্ত ছয় ভাগের এক দন্ত ভিটিঢাকা জেলার সাভার থানা ও পৌরসভার অধীন মৌজা জালেশ্বর ও টাট্টিতে ১০৭ শতাংশ চালা জমির মধ্যে ২৬.৭৫ শতাংশ তারঅর্থাৎ চার জনে মিলে জমিটি কেনেনযার মূল্য ধরা হয়েছে সাত লাখ ১২ হাজার ৫০০ টাকাঢাকায় সাভার সিটি সেন্টার অ্যান্ড সাভার সিটি সেন্টার টাওয়ারনামে ১২ তলা ভবনে রয়েছে তার অংশীদারকামরুল হাসানসহ চার জন অংশীদার মিলে এ ভবন নির্মাণ করেনযার মূল্য পাঁচ কোটি দুই লাখ ৬২ হাজার ২২৯ টাকাখুলশী থানাধীন খুলশী মৌজায় চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড লে-আউট প্ল্যানের প্লট নং-১/সি-তে নির্মিত ফয়জুন ভিস্তানামক অ্যাপার্টমেন্ট ভবনে ০.৭৪ শতক ভিটি এবং উক্ত অ্যাপার্টমেন্ট ভবনের ৮ম (সি-৭) তলার পশ্চিমাংশে সি-টাইপ অ্যাপার্টমেন্টের পরিমাণ ২৫৭০ বর্গফুট এবং নিচতলায় আছে ১৩৬ বর্গফুট স্পেসের গাড়ি পার্কিংযার মূল্য ধরা হয়েছে ১২ লাখ ১০ হাজার টাকা
পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় ৬ গণ্ডা নাল জমির মূল্য ৪০ লাখ, পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় ১২.৭৫ শতাংশ নাল জমির মূল্য ৪৮ লাখ ৪০ হাজার টাকা, পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় ৬.৫৯ শতাংশ নাল জমির মূল্য ২৮ লাখ ৬০ হাজার, পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ মৌজায় চার তলা ভবনসহ সাত শতক জমির মূল্য এক কোটি ৭৮ লাখ ৫৮ হাজার, ঢাকা জেলার সাভার থানাধীন আনন্দপুর মৌজায় রয়েছে ৫.২০ শতাংশ জমির মূল্য ১৭ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা ধরা হয়েছেঢাকার সাভারে সাভার সিটি টাওয়ারনামের ১০তলা ভবনটি করা হয় ২৬ শতক জমির ওপরকামরুল হাসানসহ মোট তিন জনের মালিকানাধীন এ ভবনযার মূল্য ৬৯ লাখ ৫৪ হাজার ৪৪০ টাকাচান্দগাঁও থানাধীন চান্দগাঁও মৌজায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন অনন্যা আবাসিক এলাকায় ৩৫৯৮.৫৬ বর্গফুট আয়তনের এ-২৫৯নং প্লটযার মূল্য দেখানো হয় ৩১ লাখ ৬২ হাজার ৫০০ টাকাপাহাড়তলী থানাধীন উত্তর হালিশহর মৌজায় ১ কোটি ২৫ হাজার টাকার ৪০ শতক নাম জমি আছে তার স্ত্রীর নামে
অস্থাবর সম্পদের মধ্যে কামরুল হাসানের আছে-সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম ওয়েজ আনার্স করপোরেট শাখায় তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক ১৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রতার স্ত্রী সায়মা বেগমের নামে বাংলাদেশ ব্যাংকে পাঁচ বছর মেয়াদী ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রসায়মা বেগমসহ তিন জনের বিনিয়োগে আছে পাঁচটি মালবাহী নৌযান/বার্জেএখানে বিনিয়োগ এক কোটি ৫১ লাখ ৩১ হাজার ৩৮০ টাকাদুদক কর্মকর্তা মো. এমরান হোসেনের আদালতে করা আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিলের পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অসাধু উপায়ে অর্জিত অপরাধলব্ধ সম্পদ অন্যত্র হস্তান্তর/বিক্রি করার চেষ্টা করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছেঅপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ/সম্পত্তি দ্রুত কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেএতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধনী ২০১৯) এর বিধি ১৮ মোতাবেক বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক/অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন
মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে দুদক কার্যালয়ে দেয়া অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ কামরুল হাসান ১৯৮৯ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেনতিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মীরওয়ারিশপুর এলাকার মৃত মোহাম্মদ গোলাম কবিরের ছেলেথাকেন চট্টগ্রাম নগরীর পশ্চিম নাসিরাবাদ এলাকায়
অনুসন্ধান কালে দুদক কর্মকর্তা কামরুল হাসানের নামে ১২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৬৯৫ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ২৩ লাখ ৩৯ হাজার ২১৬ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৩ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৯১১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ১৫২ টাকাতার অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয়ের উৎস ৯ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৬৫ টাকা কম পাওয়া যায়
একইভাবে তার স্ত্রী সায়মা বেগমের নামে এক কোটি ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ৯৯ লাখ ২৮ হাজার ২৪০ টাকার অস্থাবর সম্পদসহ মোট দুই কোটি ৫৩ লাখ ২৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়তার পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দুই কোটি দুই লাখ ৯৯ হাজার ৬২১ টাকাউক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৪০ লাখ ১৪ হাজার ৪৩৩ টাকাএক্ষেত্রে তার অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয়ের উৎস এক কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকা কম পাওয়া যায়
উল্লেখ্য, সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পুলিশের বেশ কিছু কর্মকর্তা ও কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির বিষয়টি সামনে আসায় এই নিয়ে দেশব্যাপী আলোচনা চলছেএসব ঘটনার মধ্যে এই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সম্পত্তি ক্রোক করা হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ