ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা
আজ থেকে সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি

বিশৃঙ্খলা করলেই কঠোর হবে পুলিশ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৪ ১০:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৩২:৩৭ পূর্বাহ্ন
বিশৃঙ্খলা করলেই কঠোর হবে পুলিশ সরকারি চাকরিতে কোটার ‘যৌক্তিক’ সংস্কারের দাবিতে ১৫ মিনিটের মৌন সমাবেশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বুয়েটের শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃত্বে কোটাবিরোধী শিক্ষার্থীরা সর্বাত্মক অবরোধের নামে ধ্বংসাত্মক কোনও কার্যক্রম করলে কঠোর হবে পুলিশছাত্রদের আন্দোলনে পুলিশকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেয়া হয়েছিলকিন্তু কোটাবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে পুলিশ আর ধৈর্য ধারণ করবে নাগত রোববার ও সোমবার দুই দিনের কয়েক ঘণ্টার কর্মসূচিতেই স্থবির হয়ে পড়ে পুরো রাজধানীএসময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষআজ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে পুরো বেলা সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরাসেজন্য গতকাল মঙ্গলবার তারা প্রস্তুতি নিয়েছেতবে এবার সর্বাত্মক ব্লকেড কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার
সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বাংলা ব্লকেডেরআওতায় এবার অবরোধ করবেন আন্দোলনকারীরাগতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেনএ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ প্রমুখ
নাহিদ ইসলাম বলেন, চার দফা নয়, আমাদের এখন দাবি একটাতা হলো-সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবেতিনি আরও বলেন, বুধবার আমাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে সারাদেশে সকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালিত হবেএ ব্লকেডের অন্তর্ভুক্ত হবে সড়ক ও রেলপথশিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের সারা দেশের প্রতিনিধিরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করবেনআন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কোটার বিরোধিতা করছি নাআমরা ন্যূনতম মাত্রায় কোটার পক্ষে আন্দোলন করছিতিনি আরও বলেন, অনেকেই আমাদের আন্দোলনকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কি না সেটা নিয়ে আলোচনা করছেনআমরা পরিষ্কার করে বলছি যে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান রাখিকোটা কাদের জন্যে হতে পারে এ ব্যাপারে তিনি বলেন, কোটা প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যে থাকতে পারেআন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেয়, সেক্ষেত্রেই আমরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাব
অপরদিকে মাসখানেক আগে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করা নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরাকিন্তু পুলিশ তাদের শাহবাগে অবস্থান নেয়ার সুযোগই দেয়নিএমনকি আন্দোলনকারীদের ১২ জনকে গ্রেফতার করে মামলাও দিয়েছিল পুলিশকিন্তু কোটা আন্দোলনকারীদের ক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করে আসছেতবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন, একটা বিচারাধীন বিষয় নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছেএজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছিলনাগরিক দুর্ভোগ হলেও পুলিশের পক্ষ থেকে কোটাবিরোধী আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে দেখা যায়নিতবে সর্বাত্মক অবরোধে পুলিশের ভূমিকা পাল্টে যেতে পারে
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যাতে পুলিশের কোনও সংঘর্ষ না হয় সেজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছিলআদালতের রায় বলে সরকারের পক্ষ থেকেও বিষয়টি প্রথমে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়কিন্তু নাছোড়বান্দার মতো আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দেয়ায় সরকারও নড়েচড়ে বসেছে
তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছেএরই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদসহ তিন শীর্ষ নেতার সঙ্গে গত রোববার আলোচনাও করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাকিন্তু শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সমাধান ছাড়া আন্দোলন থেকে পিছপা হবেন না বলে জানিয়ে দিয়েছেন
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনের আংশিক সময় কোটাবিরোধীদের জন্য ছাড় দিলেও দিনভর সড়ক অবরোধে ছাড় দেয়া হবে নাগতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসেনআইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও চাইছেন, রাজনৈতিকভাবে বিষয়টি সমাধান হলে ভালো হয়কোটার যৌক্তিক সংস্কারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে ফেরাতে পারলে বিষয়টির সমাধান হতে পারে
তবে গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, আগের মতোই কোটাবিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দেয়ার চেষ্টা করছেএজন্যই শিক্ষার্থীরা আজ রাজধানীসহ সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছেকোটাবিরোধী আন্দোলনকারীদের নজরদারির মধ্যে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলোপরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নিয়েও আলোচনা চলছে
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোটাবিরোধীদের আন্দোলন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেনসরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনোভাবেই যেন ধ্বংসাত্মক কোনও পরিস্থিতি তৈরি না হয়কারণ এমনিতেই অর্থনৈতিক নানা বিষয়, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানামুখী চাপে রয়েছেএই সময়ে শিক্ষার্থীরা ধ্বংসাত্মক হয়ে উঠলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবেএজন্য সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেয়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, কোটাবিরোধী আন্দোলনকারীরা তাদের কর্মসূচিতে কোনও ভাঙচুর বা জ্বালাও পোড়াও করেনি বলে তাদের ছাড় দেয়া হয়েছেযদি তারা সর্বাত্মক কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করে তাহলে অবশ্যই তা ঠেকানোর চেষ্টা করা হবেকারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা দেয়াকে প্রাধান্য দেয়াই হলো আইনশৃঙ্খলা বাহিনীর কাজঅবরোধের কারণে সাময়িক দুর্ভোগ মেনে নেয়া যেতে পারে, তবে দীর্ঘমেয়াদি দুর্ভোগের দিকে নগরবাসীকে ঠেলে দেয়ার কোনও সুযোগ নেই
এদিকে গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছেনতিনি দেশে না ফেরা পর্যন্ত এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কমপ্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটাবিরোধী আন্দোলনের প্রতিনিধি দলকে গণভবনে ডেকে প্রধানমন্ত্রী কথা বলে বিষয়টি সমাধান করার একটি পরিকল্পনা রয়েছেবিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা
অপর একটি সূত্র জানায়, প্রথম দুদিনের মতো সর্বাত্মক কর্মসূচির প্রথম দিনও পর্যবেক্ষণ করা হবেসর্বাত্মক অবরোধ কতটা কার্যকর হয় এবং এতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন হয়, তা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ছাত্রদের আন্দোলনে পুলিশকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেয়া হয়েছিলকিন্তু কেউ যদি আন্দোলনের নামে ধ্বংসাত্মক কোনও কার্যক্রম শুরু করে তবে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স