ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
গাড়িচালক আবেদের অঢেল সম্পদ দামি গাড়িতে চড়েন ছেলে

পিএসসির প্রশ্নফাঁস : আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ১১:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৪ ০১:০০:৪৬ পূর্বাহ্ন
পিএসসির প্রশ্নফাঁস : আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
গ্রেফতারকৃতরা হলেন পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, সৈয়দ আবেদ আলী, খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, আবু সোলায়মান মো. সোহেল, মো. জাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. মামুনুর রশীদ, মো. নিয়ামুন হাসান, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন, লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম
গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন কর্মকর্তাসিআইডি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্য পিএসসির দুই উপপরিচালক, এক সহকারী পরিচালক, একজন অফিস সহকারী রয়েছেনএছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন
একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলেন-উপপরিচালক মো. আবু জাফর, উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমানবিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতো সংঘবদ্ধ চক্রটি
প্রশ্নফাঁসকারী চক্রটি গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়এ পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিমছদ্মবেশী এক নিয়োগপ্রত্যাশী প্রার্থীকে তুলে দেয়া হয় চক্রের সদস্যদের হাতেএরপর ৫ জুলাই সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগেআর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেইচক্রটির প্রধান বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম বলেন, উপ-পরিচালক মো. আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে গত শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করা হয়তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেনআমি এটাও জানি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস করা হয়গ্রেফতারকৃতদের বিষয়ে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাঁড়াশি অভিযান চলছেযাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে, কাউকে ছাড় দেয়া হবে না
সূত্র জানায়, সৈয়দ আবেদ আলী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক গাড়িচালককয়েক বছর আগেই চাকরি হারিয়েছেনপিএসসি সূত্র বলছে, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক বছর আগেই তাকে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়
পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস, রেলওয়েসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনাপ্রশ্নফাঁস নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চাকরিচ্যুত গাড়িচালক সৈয়দ আবেদ আলীআবেদ আলীর ফেসবুক আইডিতে দেয়া তথ্যানুযায়ী, তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগ নেতাঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকপড়ালেখা করেছেন বিদেশেবর্তমানে দেশের একটি প্রথমসারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেনবিভিন্ন সময় আবেদ আলী ও তার ছেলের ফেসবুকে দেয়া তথ্যানুযায়ী পিএসসির সাবেক এ গাড়িচালকের ঢাকায় দুটি বহুতল আবাসিক ভবন রয়েছেমাদারীপুরেও রয়েছে আলিশান বাড়িকুয়াকাটায় নির্মিত হচ্ছে একটি থ্রি-স্টার মানের আবাসিক হোটেলও
গত ১৮ মে আবেদ আলী তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেনসেখানে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজহোটেল সান মেরিনা, কুয়াকাটাওইদিন হোটেলের কাজে গিয়ে কুয়াকাটা সৈকতে তিনি নামাজ পড়ছিলেনসেই নামাজের ছবি ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেনসেটিও এখন রীতিমতো ভাইরাল
সেখানে সিয়াম লেখেন, ‘আব্বু কুয়াকাটা গিয়েছিল একটি ব্যবসায়িক সফরেসেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিলোসাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে নাযখন যেখানে থাকে, তখন সেখানেই পাক-পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়
এদিকে, সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিতিনি নিজেও দামি গাড়িতে চড়েনতিনি মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য-সহযোগিতাও করেনসেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচার করেন বাবা ও ছেলে
আবেদ আলী ইউএসএ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানসবশেষ ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীও ছিলেননির্বাচনের আগে তিনি উপজেলা জুড়ে পোস্টারিংও করেনসেখানে তিনি দুর্নীতিমুক্ত, ডিজিটাল নাগরিক সেবা ও একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে ডাসারকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন
গত রোববার (৭ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে পিএসসির প্রশ্নফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়তাতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্রসেখানে সবাই পিএসসির কর্মকর্তা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স