ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

ব্রিটস্কি দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৩:৩২ অপরাহ্ন
ব্রিটস্কি দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ
স্পোর্টস ডেস্ক
মূল ক্রিকেটারদের সবাইকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকাঅভিজ্ঞদের নিয়ে গড়া দলে প্রথমবার লাল বলের ক্রিকেটে ডাক পেলেন ম্যাথু ব্রিটস্কিফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সারির দল নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারাওই দল থেকে শুধু ৩ জনকে রেখে সোমবার ১৬ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ডকিউইদের বিপক্ষে খেলা ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেওদক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভবিষ্যৎ ভাবা হচ্ছে বেডিংহ্যামকেএছাড়া মার্কো ইয়ানসেন ও আনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে পেস বিভাগে রেখে দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী প্যাটারসনকেআর কেশভ মহারাজের সঙ্গে স্পিন বিভাগের শক্তি বাড়াবেন পিটসম্প্রতি ডিন এলগারের অবসরের পর প্রোটিয়াদের ব্যাটিংয়ে শূন্যস্থান সৃষ্টি হয়েছেএইডেন মার্করাম, টোনি ডি জর্জি, টেম্বা বাভুমাদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপে ব্যাকআপ হিসেবেই মূলত নেওয়া হয়েছে এরইমধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা ব্রিটস্কিকেআপাতত নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন ব্রিটস্কিগত বছর '' দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন তিনিসব মিলিয়ে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৩ হাজার ১২২ রানএছাড়া গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আবার দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান রিকেলটনআরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াই হবে তারস্কোয়াডে একমাত্র পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডারটানা খেলার ব্যস্ততার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে ইয়ানসেনকেএ ছাড়া পেস বিভাগে প্যাটারসন ছাড়া আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গারকেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো নরকিয়াকে বিবেচনা করা হয়নি দলেমেজর লিগ ক্রিকেটে না থাকা ক্রিকেটারদের নিয়ে ডারবানে একটি প্রস্তুতি ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকাঅধিনায়ক বাভুমাসহ ব্রিটস্কি, ডি জর্জি, প্যাটারসন, মুল্ডার, স্টাবস ও ভেরেইনার এই অনুশীলন পর্বে থাকার কথাত্রিনিদাদে আগামী ৭ অগাস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্টপরে গায়ানায় ১৫ তারিখ থেকে শেষ ম্যাচআইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত ৭ নম্বরে রয়েছে প্রোটিয়ারাওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে সিরিজ বাকি তাদের
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, টোনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, কাইল ভেরেইনা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য