স্পোর্টস ডেস্ক
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছিলেন বিসিবি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে যাত্রা শুরু করেছিলেন পাকিস্তানি এই গ্রেট। এবার বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন তিনি। বোর্ডের সাথে মুশতাকের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালোও করেছিলেন, বিশেষ করে লেগস্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপের পর বিসিবি লম্বা সময়ের জন্যই রেখে দিতে চাইলেও তিনি আর থাকেননি। তাকে রাখার ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজতেছি। দেখা যাক কী কী অপশন আছে।’ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুশতাক আহমেদ। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডট নেট। আসন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ক্রিকেটে মুশতাকের নতুন অধ্যায়। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন ৫৩ বছর বয়সী মুশতাক। ২০১৪ সালে হয়েছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শক। ২০১৬ সালের মে পর্যন্ত এই দায়িত্বে থাকা মুশতাক ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও স্পিন বোলিং পরামর্শক হন। ২০২০ সালের জুনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
