ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

টাটা ইনস্টিটিউটের দাবি, মাত্র ১০০ রুপির ট্যাবলেটে ক্যানসার নিরাময়

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৭:২২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৭:২২:১৯ পূর্বাহ্ন
টাটা ইনস্টিটিউটের দাবি, মাত্র ১০০ রুপির ট্যাবলেটে ক্যানসার নিরাময়
ক্যানসারের গবেষণায় নতুন আশার দেখালো ভারতের অন্যতম বড় ক্যানসার হাসপাতাল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট। দ্বিতীয়বার ক্যানসারের আক্রমণ প্রতিরোধ করতে একটি ওষুধ আবিষ্কারের দাবি করেছে প্রতিষ্ঠানটি’ যার মূল্য মাত্র ১০০ রুপি। গত মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টাটা ইনস্টিটিউটের গবেষক ও চিকিৎসকরা প্রায় ১০ বছর ধরে এই ওষুধ আবিষ্কারে কাজ করেছেন।
গবেষকদের দাবি, রেডিয়েশন ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া ৫০ শতাংশ কমিয়ে দেবে এই ওষুধ। গবেষক দলের সদস্য ও টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যানসার সার্জন ডা. রাজেন্দ্র বাড়বে এনডিটিভিকে বলেন, গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যানসার কোষ ঢোকানো হয়েছিল, যা তাদের মধ্যে একটি টিউমার তৈরি করেছিল। তখন ইঁদুরগুলোকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তখন দেখা যায়, এই ক্যানসার কোষগুলো মারা গেলে সেগুলো ক্রোমোটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো টুকরো হয়ে যায়। এই কণাগুলো রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে যেতে পারে এবং যা সুস্থ কোষকে ক্যানসারে পরিণত করে।
তিনি বলেন, এই সমস্যার সমাধান খুঁজতে চিকিৎসকরা ইঁদুরকে রেসভেরাট্রল এবং কপারের সম্মিলিত প্রো-অক্সিডেন্ট ট্যাবলেট দিয়েছেন। এই ট্যাবলেটটি ক্রোমাটিন কণার প্রভাব প্রতিরোধে উপকারী ছিল। ডা. রাজেন্দ্র বাড়বে বলেন, এই ট্যাবলেটটি সর্বত্র ১০০ রুপিতে পাওয়া যাবে। এটি এখন পর্যন্ত ক্যানসার নিরাময়ে সবচেয়ে সস্তা চিকিৎসা হিসাবে প্রমাণিত। এই চিকিৎসকের মতে, এই ট্যাবলেট থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া ৫০ শতাংশ কমিয়ে দেবে এবং ক্যানসারের পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ।
ডা. রাজেন্দ্র বলেন, লাখ লাখ থেকে কোটি টাকার বাজেটে চিকিৎসা করা হলেও এই ট্যাবলেটটি সর্বত্র পাওয়া যাবে মাত্র ১০০ টাকায়। জুন-জুলাইয়ের মধ্যে এটির অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ