ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

টাটা ইনস্টিটিউটের দাবি, মাত্র ১০০ রুপির ট্যাবলেটে ক্যানসার নিরাময়

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৭:২২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৭:২২:১৯ পূর্বাহ্ন
টাটা ইনস্টিটিউটের দাবি, মাত্র ১০০ রুপির ট্যাবলেটে ক্যানসার নিরাময়
ক্যানসারের গবেষণায় নতুন আশার দেখালো ভারতের অন্যতম বড় ক্যানসার হাসপাতাল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট। দ্বিতীয়বার ক্যানসারের আক্রমণ প্রতিরোধ করতে একটি ওষুধ আবিষ্কারের দাবি করেছে প্রতিষ্ঠানটি’ যার মূল্য মাত্র ১০০ রুপি। গত মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টাটা ইনস্টিটিউটের গবেষক ও চিকিৎসকরা প্রায় ১০ বছর ধরে এই ওষুধ আবিষ্কারে কাজ করেছেন।
গবেষকদের দাবি, রেডিয়েশন ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া ৫০ শতাংশ কমিয়ে দেবে এই ওষুধ। গবেষক দলের সদস্য ও টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যানসার সার্জন ডা. রাজেন্দ্র বাড়বে এনডিটিভিকে বলেন, গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যানসার কোষ ঢোকানো হয়েছিল, যা তাদের মধ্যে একটি টিউমার তৈরি করেছিল। তখন ইঁদুরগুলোকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তখন দেখা যায়, এই ক্যানসার কোষগুলো মারা গেলে সেগুলো ক্রোমোটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো টুকরো হয়ে যায়। এই কণাগুলো রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে যেতে পারে এবং যা সুস্থ কোষকে ক্যানসারে পরিণত করে।
তিনি বলেন, এই সমস্যার সমাধান খুঁজতে চিকিৎসকরা ইঁদুরকে রেসভেরাট্রল এবং কপারের সম্মিলিত প্রো-অক্সিডেন্ট ট্যাবলেট দিয়েছেন। এই ট্যাবলেটটি ক্রোমাটিন কণার প্রভাব প্রতিরোধে উপকারী ছিল। ডা. রাজেন্দ্র বাড়বে বলেন, এই ট্যাবলেটটি সর্বত্র ১০০ রুপিতে পাওয়া যাবে। এটি এখন পর্যন্ত ক্যানসার নিরাময়ে সবচেয়ে সস্তা চিকিৎসা হিসাবে প্রমাণিত। এই চিকিৎসকের মতে, এই ট্যাবলেট থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া ৫০ শতাংশ কমিয়ে দেবে এবং ক্যানসারের পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ।
ডা. রাজেন্দ্র বলেন, লাখ লাখ থেকে কোটি টাকার বাজেটে চিকিৎসা করা হলেও এই ট্যাবলেটটি সর্বত্র পাওয়া যাবে মাত্র ১০০ টাকায়। জুন-জুলাইয়ের মধ্যে এটির অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স