ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
বিরোধীদলীয় নেতা জিএম কাদের

আন্দোলন যৌক্তিক কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ১২:৩২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:৩২:১৫ পূর্বাহ্ন
আন্দোলন যৌক্তিক কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী
কোটা পদ্ধতি বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরিতে কোটা পদ্ধতিকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরগতকাল রোববার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেনজাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলনসব সমাজের মানুষই বৈষম্য পছন্দ করে নাবৈষম্যময় সমাজকে সুষ্ঠু সমাজ বলা যায় নাবাঙালিরা ব্রিটিশ আমল থেকে বৈষম্যের শিকার হয়েছিলবৈষম্য থেকে বাঁচতেই তারা পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত হয়েছিলপরবর্তীতে পাকিস্তানিরাও বাঙালিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিলতাই প্রথমে শুরু হলো স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামমহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিলাম শুধু বৈষম্য থেকেই বাঁচতেস্বপ্ন ছিলো আমাদের একটি দেশ হবে, দেশ হবে বৈষম্যহীনযেখানে নির্যাতন- নিপীড়ন থাকবে নাসংবিধানে বৈষম্যের বিরুদ্ধে জোর দিয়ে বলা হয়েছেচাকরিতে কোটা পদ্ধতি হচ্ছে সংবিধান পরিপন্থীবিরোধীদলীয় নেতা বলেন, বৈষম্য সৃষ্টি করতেই বাংলাকে পাকিস্তানিরা রাষ্ট্রভাষা করতে চায়নিভাষার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করতে চেয়েছিল তারাউদ্দেশ্য ছিল, বাঙালিরা যেন সব দিক থেকে পিছিয়ে থাকেএই বৈষম্যের ষড়যন্ত্রের বিরুদ্ধেই আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনরাষ্ট্রভাষা আন্দোলনে ৫২ এর ২১ ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিলেন আমাদের ভাইয়েরাবৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তেই আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিলএমন অবস্থায় চাকরিতে কোটা পদ্ধতি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করেসংবিধানে সাম্যের কারণে কিছু মানুষকে এগিয়ে নিতে সুযোগ দেওয়ার কথা আছেযারা পিছিয়ে আছে, তারা যেন এগিয়ে যেতে পারেপিছিয়ে পড়াদের কতটুকু সহায়তা দেওয়া হবে, তাও সংবিধানে বলা আছেমুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধিকারদের কোটা পদ্ধতিতে সুযোগ দেওয়া সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনিমুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সরকারের সমালোচনা করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রথমে মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল, এখন তা ৩ থেকে ৪ গুণ বেশি করা হয়েছেএটা নিয়ে বহু কন্ট্রোভার্সি আছেমুক্তিযুদ্ধকালে কারও বয়স ছিল ২ থেকে ৩ বছর, আবার কারও জন্মই হয়নি, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেনঅনেকের মুক্তিযুদ্ধের অবদান নিয়ে সন্দেহ আছেআবার অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু তারা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেনিমুক্তিযুদ্ধে অনেকেই জীবন দিয়েছেন, তাদের সন্তানরাও জীবন দিয়েছেন, কিন্তু শিক্ষা ও রাজনৈতিক সচেতনতার কারণে তারা তালিকাভুক্ত হতে পারেননিতিনি বলেন, মুক্তিযোদ্ধাদের এককালীন সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু তা অন্য কাউকে বঞ্চিত করে বা বৈষম্যের শিকার করে নয়যেখানে একজন চাকরি পাওয়ার জন্য উপযুক্ত, তাকে বঞ্চিত করে অন্য কাউকে দেওয়াটা স্বাধীনতা যুদ্ধের চেতনার পরিপন্থীব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করে আমাদের নির্যাতন করেছেব্রিটিশদের হয়ে আমাদের দেশের সৈন্যরা এবং প্রশাসকরাই আমাদের ওপর নির্যাতন করেছেআমাদের দেশের রাজা-মহারাজারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে ব্রিটিশদের হয়েএখন একটি শাসকশ্রেণি তৈরি হয়েছেতারা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করতেই অনুপযুক্তদের চাকরিতে নিয়োগ দিতে চেষ্টা চালাচ্ছেঅনুপযুক্তদের বিত্তশালী করা হচ্ছেতারা যেন সরকারের প্রতি অনুগত থাকেকারণ, অনুপযুক্তরা জানেন, এই চাকরি বা সম্মানের জন্য উপযুক্ত নয়তাই সরকারের অনুগত হয়ে থাকবেব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কোটা পদ্ধতি চালু রাখতে চায়তাদের উদ্দেশ্য শক্তিশালী একটি অনুগত বাহিনী সৃষ্টির জন্যসারা দেশের মানুষকে বঞ্চিত করে শাসকগোষ্ঠী লাঠিয়াল বাহিনী তৈরি করতে চায়তাই কোটাবিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিকবিচারাধীন বিষয়ে আমরা কথা বলতে চাই না, তবে ফিলোসফিটি আমি বলেছিসাধারণ মানুষের ধারণা, লাঠিয়াল বাহিনী সৃষ্টি করতেই অনুপযুক্ত লোকদের শক্তিশালী করে ব্রিটিশ ও পাকিস্তানিদের মত অত্যাচার চালানোর অপচেষ্টা চলছেব্রিটিশ ও পাকিস্তানিদের মতই বর্তমান সরকার ডিভাইড অ্যান্ড রুল চালু করেছেবিরোধীনেতা মনে করেন, কোটা পদ্ধতির মাধ্যমে কারও অধিকার বঞ্চিত করা অন্যায়যে পরীক্ষায় প্রথম হয়েছে, তাকে বঞ্চিত করার অধিকার কারও নেইযে বঞ্চিত হবেন তার মা-বাবাও বঞ্চিত হলতাদের উত্তরাধিকারও বঞ্চিত হবেন এই পদ্ধতিতে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স