ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আশঙ্কাজনকভাবে বাড়ছে পিটিয়ে হত্যার ঘটনা জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ
বাঁধে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছে অসহায় মানুষ

বন্যা পরিস্থিতির অবনতি স্থায়ী হবে আগস্ট পর্যন্ত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ১২:১০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:১০:৩৪ পূর্বাহ্ন
বন্যা পরিস্থিতির অবনতি স্থায়ী হবে আগস্ট পর্যন্ত

জনতা ডেস্ক
সারাদেশের চলমান বন্যা পরিস্থিতির তেমন উন্নতি দেশের বিভিন্ন জেলায় খুব একটা দেখা যাচ্ছে নাভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেশিরভাগ বন্যাকবলিত জেলাগুলোর অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছেনিকটবর্তী বাঁধে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছে অসহায় মানুষবন্যা পরিস্থিতি নিয়ে গত শনিবার  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলছিলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে ১৫ জেলা বন্যার কবলে পরেছেএসময় তিনি জানান, বন্যায় দেশের ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেঅন্যদিকে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা রয়েছেএদিকে বন্যার ফলে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছেএদিকে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনার উজানে বন্যা দীর্ঘ হতে পারে জুলাই-আগস্টেওবন্যা ব্যবস্থাপনা গবেষকরা বলেন, ১০ বছরে এই দুই অববাহিকায় বন্যার প্রবণতা বেড়েছেএ বছরও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ভোগান্তি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রওজুলাইয়ের শেষে তিস্তার তীরেও হতে পারে বন্যাবন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, আগামী মাসে (আগস্ট) আরেকটি মৌসুমি বন্যার ঝুঁকি আছেতবে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না
সিলেট: দীর্ঘমেয়াদি বন্যার ফলে সিলেটের সদর উপজেলাসহ বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দুয়ারাবাজার, ছাতক ও তাহিরপুর উপজেলার নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এ অঞ্চলের প্রায় ৫ লাখ মানুষ ক্ষতির কবলে পড়েছেননারী, শিশু ও বৃদ্ধরাসহ অনেকেই এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেনবন্যার পানিতে এ অঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যেতে দেখা গেছেমানুষের পাশাপাশি হাঁস-মুরগী ও গৃহপালিত পশুগুলোকেও এসময় দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে দেখা যায়এদিকে বন্যার ফলে সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোয় স্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটেছে

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামগঞ্জের নদী ও হাওর রক্ষা বাঁধ ভেঙে পড়ায় পানি এ অঞ্চলে খুব দ্রুত প্রবেশ করছেএদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল এ অঞ্চলে ত্রাণ সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করে বলেন, ত্রাণ সহায়তার কোনো ঘাটতি নেইপ্রয়োজন ও জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে
কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানিব্রহ্মপুত্রের পানি সামান্য হ্রাস পেয়ে চিলমারী পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঅন্যদিকে পানি বৃদ্ধি পেয়ে ধরলার পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেবেড়েছে তিস্তার পানিওএদিকে বন্যার পানি ওঠায় জেলার ৯ উপজেলায় ৩৪১টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছেবন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় জেলার নদ-নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ৭ দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষঅনেকেই ঘর-বাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেনএদিকে এ এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকটে পড়েছেন চরাঞ্চলের বন্যা কবলিতরাপাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকট নিয়েও বিপাকে পড়েছেন তারাতবে বানভাসী মানুষের মাঝে সরকারিভাবে কিছু ত্রাণ সহয়তা লক্ষ্য করা গেলেও বেসরকারিভাবে তেমন ত্রাণ সহয়তা দেখা যায়নিজেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, বন্যার পানি ওঠার কারণে ১২১টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছেবন্যা কবলিত নয়, এমন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে
লালমনিরহাট: টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধনে বন্যা নিয়ন্ত্রণ ২নং সলিডারী স্পার বাঁধের সিসি ব্লক ধসে পড়েছেবালুভর্তি জিওব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছে তীরবর্তী মানুষ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)তবে কিছুতেই আটকানো যাচ্ছে নারাতে পানি আরও বৃদ্ধি পেলে ভাঙন বেড়ে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের
তীরবর্তী মানুষরা জানান, তিস্তার ভাঙন থেকে লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলাকে রক্ষা করতে ২০০৪ সালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধনে ২নং সলিডারী বন্যা নিয়ন্ত্রণ স্পার বাঁধ নির্মাণ করে পাউবোএরপর একাধিকবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্পার-২ এ ধস দেখা যায়কিন্তু শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কোনো পদক্ষেপ নেননিফলে এবারও নতুন করে ধস দেখা দিয়েছেসার্বিক বিষয়ে পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, বাঁধের সিসি ব্লক ধসে যাওয়ায় জরুরিভাবে জিওব্যাগ ফেলে ভাঙন থেকে রক্ষা করা হচ্ছে এ বাঁধের জন্য মজুত রয়েছেপ্রয়োজনে আরও জিও ব্যাগ নেয়া হবেতীরবর্তী মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেইআমরা সবসময় তাদের পাশে আছিতিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় এ অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারেফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে
সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছেগত ২৪ ঘণ্টায় শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাট পাঁচিল গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে ২৫ বাড়িঘর বিলীন হয়েছেএছাড়া গত বছরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অর্ধশত মানুষের পাশের নিচু সমতল জমিতে নির্মাণ করা বাড়িঘর ৩/৪ ফুট বন্যার পানিতে ডুবে গেছেফলে তারা স্ত্রী সন্তান ও পরিবারের অন্যান্য নারী ও শিশুদের নিয়ে চৌকি অথবা মাচায় বাস করছেগত কয়েকদিনেও তাদের ভাগ্যে জোটেনি কোনো ত্রাণসামগ্রী বা অর্থ সাহায্যবন্যার পানিতে চুলা ডুবে যাওয়ায় অনেকের ঘরে ঠিকমতো রান্নাও হচ্ছে নাফলে তারা একবেলা আধবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেএ বিষয়ে বন্যার পানিতে বাড়িঘর ডুবে মাচা ও চৌকিতে বাস করা হাট পাঁচিল গ্রামের আজিদা বেগম (৭৫), পরীবানু (৫০), বিউটি খাতুন (৪০), সুরা খাতুন (৪৫) বলেন, গত কয়েকদিন ধরে বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেছেএ পর্যন্ত চুলা জ্বালাতে পারিনিফলে রান্নাবান্নাও হয়নিসকালে পান্তা ও চিড়া খেয়েছিদুপুরে না খেয়ে আছিরাতে কি করবো ভেবে পাচ্ছি না
এদিকে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাড়ামহোনপুর, ঘাটাবাড়ি, জালালপুর ইউনিয়নের জালালপুর, পাকুরতলা, গুচ্ছগ্রাম, সৈয়দপুর, কৈজুরি ইউনিয়নের শরিফমোড়, মোনাকষা গ্রামে যমুনা নদীর ভাঙ্গণে আরও ২৫ বাড়িঘর যমুনাগর্ভে বিণিস হয়ে গেছেঅনেকে বৃষ্টিতে ভিজে বাড়িঘর সরিয়ে নিতে ব্যস্ত সময় পাড় করছেনএছাড়া গত কয়েকদিনে যমুনার ভাঙ্গণে নিঃস্ব অর্ধশত মানুষ পাশের নতুন নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্লপে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেএছাড়া শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৫০০ বিঘা জমির নেপিয়ার ঘাস বন্যার পানিতে ডুবে গেছেগত ১২ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেগত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো’) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার এতথ্য নিশ্চিত করেছেনতিনি জানান, এদিন সকাল ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯১ মিটারগত ১২ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)
অপরদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬০ মিটার১২ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪.৮০ মিটার)সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার আরও বলেন, পানি আগামী ৮ তারিখ পর্যন্ত বাড়বে, তারপর কমার সম্ভাবনা রয়েছে
ফেনী: ফেনীর উত্তরের দুই উপজেলায় মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকার অধিকাংশ পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছেবন্যায় মৎস্যখাতে রেণু, বড় মাছ ও পুকুরের অবকাঠামো মিলে ১ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছেগত শনিবার (৬ জুলাই) সকাল থেকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে সামনে আসে ক্ষয়ক্ষতির পরিমাণজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে ফুলগাজী ও পরশুরামে বন্যায় মাছ চাষিদের অন্তত ১ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছেক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় হাজারের বেশি খামারিবন্যার পানিতে ভেসে গেছে দুই উপজেলার একক ও যৌথ মালিকানাধীন প্রায় ৩২৫টি পুকুরএসব পুকুর থেকে ৫৭ লাখ টাকার বড় মাছ এবং ৩৭ লাখ টাকার মাছের পোনা ভেসে গেছেএছাড়া দুই উপজেলায় খামারিদের প্রায় ২২ লাখ টাকার অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে
সূত্র আরও জানায়, ফুলগাজী উপজেলায় ২৪৫টি পুকুর ভেসে সাড়ে ৪০ লাখ টাকার মাছ ও সাড়ে ৭ লাখ টাকার মাছের পোনা ভেসে গেছেউপজেলায় মাছ চাষিদের ২০ লাখ টাকার আসবাবপত্র নষ্ট হয়ে গেছেসব মিলিয়ে ফুলগাজীতে ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করা হয়েছেএকইভাবে পরশুরাম উপজেলায় ৮০টি পুকুর ভেসে ১৭ লাখ ২৫ হাজার টাকার মাছ ও ৩০ লাখ ৭০ হাজার টাকার মাছের পোনা ভেসে গেছেউপজেলায় মাছ চাষিদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকাসব মিলিয়ে পরশুরামের মৎস্যখাতে প্রায় সাড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছেজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বন্যার পানিতে দুই উপজেলার অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনক্ষতিগ্রস্তদের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হয়েছেকোনো ধরনের সহযোগিতা আসলে তা খামারিদের প্রদান করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য