ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

রাজধানীর রামচন্দ্রপুর খাল বিলীন চিহ্ন রয়ে গেছে এখনও

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ১২:০৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:০৮:১৯ পূর্বাহ্ন
রাজধানীর রামচন্দ্রপুর খাল বিলীন চিহ্ন রয়ে গেছে এখনও
এক সময় বাধাহীন স্রোত বইতো রাজধানীর রামচন্দ্রপুর খালেসাত মসজিদ হাউজিং এলাকা থেকে শুরু হয়ে ঢাকার মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুরের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল খালটিআরেকটি অংশ রায়েরবাজার বদ্ধভূমির পেছন ঘুরে বসিলা এলাকার ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দিয়ে একই নদীতে যুক্ততবে সময়ের সঙ্গে সঙ্গে খালটি সরু হয়েছে, কোথাও কোথাও বালি ফেলে ভরাট করা হয়েছে, কিংবা কোথাও তৈরি হয়েছে অবৈধ স্থাপনাঅনেক জায়গায় স্থানীয়দের ময়লার ভাগাড়ে পরিণত হয়ে খালটির কয়েকটি অংশ এখন মৃতপ্রায়যে খালে ঢেউ ছিল সেখানে আর থই থই পানি নেই, পরিণত হয়েছে ময়লার স্তূপেবিশেষ করে রামচন্দ্রপুর খালের উত্তরমুখী একটি শাখা এখন বিলীন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে রামচন্দ্রপুরসহ নিজেদের এলাকার আওতাধীন সবগুলো খালের দ্বায়িত্ব বুঝে নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)এরপর থেকেই রামচন্দ্রপুর খাল উদ্ধারে মনোযোগী হয় ডিএনসিসিখালপাড়ে বেশ কিছুদিন ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সীমানা নির্ধারণে পিলার বসানোর কাজ চলছেএছাড়াও চলছে খালের ভরাট অংশ পুনরায় খননের কাজসম্প্রতি সাত মসজিদ হাউজিং অংশে খালের ওপর অবৈধ জমি ভাড়া নিয়ে গড়ে ওঠা আলোচিত সাদিক এগ্রোর পশুর খামারটি উচ্ছেদ করা হয়তাই আবারও আলোচনায় আসে রামচন্দ্রপুর খালশুধু পশুর খামার নয়, খাল দখল করে গড়ে ওঠা বস্তি, রিকশার গ্যারেজ ও স্থানীয় রাজনৈতিক কার্যালয়ও উচ্ছেদ করা হয়ফলে স্থানীয় বাসিন্দারা আশা করছেন খালটির আগের রূপ ফিরে আসবে দ্রুততবে বাস্তবতা হলো, খালের উত্তর অংশটি এখন নিশ্চিহ্নএখানে যে একটি খাল ছিল সেটি বুঝতে হলে প্রবেশ করতে হবে রামচন্দ্রপুরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
এক সময় রামচন্দ্রপুর খালের একটি অংশ অনেকদূর বয়ে গিয়েছিল রাজধানীর উত্তর দিক দিয়েতবে বর্তমানে বোঝার উপায় নেই এই দিক দিয়ে খালের একটি গতিপথ ছিলসরকারি রাস্তা, আবাসন প্রকল্প ও স্থানীয়দের অবৈধ দখলের কারণে খালের ওই অংশটি এখন নিশ্চিহ্নউত্তর অংশ দিয়ে যে রামচন্দ্রপুরের একটি শাখা বয়ে গিয়েছিল, সেটি বুঝতে হলে যেতে হবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের পাশে, যেখানে এখনও রামচন্দ্রপুরের উত্তর অংশের একটি টুকরো টিকে আছে সযতনেদুপাড় বাঁধাই করা ও পানি পরিষ্কার রাখা হচ্ছে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের প্রচেষ্টায়এছাড়া টিকে থাকা খালের অবৈধ দখল ঠেকাতেও নিজ উদ্যোগে একটি সীমানা দেয়াল দেয়া হয়েছেঅথচ এই সীমানা ঘেঁষে বাইরের অংশে গড়ে উঠেছে অবৈধ বাসাবাড়ি ও দোকানপাট যাদের নেই কোনও প্লট নম্বরওআর এই সীমানা দেয়াল থাকায় দখলদারদের দখলদারত্ব আটকে গেছে অল্প কিছু জায়গায়স্থানীয় ও দখলদারদের বক্তব্য, এই সীমানা দেয়াল থাকায় খালের হারিয়ে যাওয়া কিছু অংশ এখনও টিকে আছেতা না হলে ধীরে ধীরে টিকে থাকা খালের অবশিষ্ট অংশও বিলীন হয়ে যেত
সরেজমিনে গিয়ে দেখা যায়, খাল রক্ষার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া সীমানা দেয়াল ঘেঁষে পাঁচটি রুম তুলে ভাড়া দিয়ে রেখেছেন মোহম্মদ রফিকতিনি এখানে থাকেন নানবীনগর হাউজিংয়ে অবস্থিত একটি বাড়ি দেখাশোনা করেনদীর্ঘদিন একই এলাকার থাকার সুবাদে প্রায় ১০ বছর আগে খালের পাড়ে বালি ফেলে ভরাট করে ফেলেন বেশকিছু জায়গা৫ বছর আগে এখানে পাকা ঘর তোলেনঘর তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়িটি খালের জায়গার ওপরখাল উত্তর পাশ দিয়ে অনেকদূর গিয়েছিলপরে এই খাল ধীরে ধীরে ভরাট করেছে অনেকেইএই যে হাউজিংয়ের ভেতরে যাওয়ার রাস্তাটারও অনেক অংশ এই খালের জায়গা ভরাট করে করা হয়েছেতাই আমিও মীনা বাজারের কোণা দিয়ে বালি ভরাট করেছিপ্রায় ৪০ কাঠার মতো জায়গা বিভিন্ন জনের দখলে আছে, যেটা আসলে সরকারেরআমারটা সরকার চাইলেই আমি ছেড়ে দেবোতিনি বলেন, ‘আগে তো এখানে মীনা বাজারের গোডাউন ছিল, পরে খালের আরেক পাশে ইউনিভার্সিটি হয়েছেতখন এই দেয়াল তোলা হয়এই দেয়ালের কারণে অনেকেই আর খাল ভরাট করতে পারেনিযারা আগে পেরেছে তারাই ঘর-দোকান এসব তুলছেএকই তথ্য জানিয়েছেন নবীনগর হাউজিংয়ে বসবাস করা প্রায় ৬০ বছর বয়সী দুলাল মিয়াতিনি বলেন, কোনটা খাল আর কোনটা দখলের তা আমি ঠিক বলতে পারবো নাসরকার ম্যাপ ধরে টান দিলে অনেক খাস জমি পাবে যেখানে এখন অনেক বড় বড় বিল্ডিং হয়েছেতবে এখান দিয়ে খালের মতো একটা ছিল যার একটা অংশ এখন মীনা বাজারের (ইউল্যাব না বলে স্থানীয়রা অনেকেই এই অংশটি বলেন মীনা বাজার) সীমানার ভেতর গেলে দেখা যাবেওইখানে এখনও খালের কিছু অংশ ঠিক আছে
এদিকে রামচন্দ্রপুর খালের উত্তর পাশের শাখার যে অংশটি টিকে আছে তা সরেজমিনে ঘুরে দেখা যায় প্রায় ৬০ ফুটের মতো চওড়া একটি খালের ছোট অংশ এখনও দৃশ্যমানএই ছোট অংশটির উত্তর দিকের শেষ মাথায় একটি সীমানা দেয়াল রয়েছেসেই দেয়ালের পেছনেই কিছু অবৈধ প্লট, বাড়ি ও দোকানপাট গড়ে উঠেছেএর পরেই নবীনগর হাউজিং এ প্রবেশের একটি সড়ক যা এখন সরকারিসড়কটি শুধু নবীনগর হাউজিং নয়, মোহম্মদীয়া, চন্দ্রিমা, ঢাকা উদ্যানসহ আরও কয়েকটি হাউজিংয়ের মানুষজন নিয়মিত চলাচল করেনতবে টিকে থাকা খালটির পূর্ব-দক্ষিণ অংশ এখনও বিভিন্ন কারণে ভরাটসরকারের পক্ষ থেকেও এই অংশ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছেফলে এখানে আর পানির প্রবাহ নেইখাল উদ্ধারে কোনও ধরনের ছাড় দেয়া হবে না বলে প্রায়ই জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামদ্বায়িত্বের শেষ বছরে খাল উদ্ধারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনিস্থানীয় ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদও বলেন, মেয়রের নির্দেশনায় আমরা এগিয়ে যাবোখালের ওপর কোনও ধরনের স্থাপনা রাখা যাবে নাযে অংশ হারিয়ে গিয়েছে তা চিহ্নিত করে উচ্ছেদ করা হবেখালের পানির প্রবাহ আগের রূপে ফিরিয়ে আনা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স