ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

ঢাকায় অচলাবস্থা ২৫ মিনিটের পথ পাড়িতে ২ ঘণ্টা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৮:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:০১:১৫ পূর্বাহ্ন
ঢাকায় অচলাবস্থা  ২৫ মিনিটের পথ পাড়িতে ২ ঘণ্টা ঢাকার বেশ কয়েকটি স্থানে রোববার দুপুরের পর কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নেওয়ায় বিভিন্ন সড়কে যান চলাচল থমকে গেছে। একই সময়ে নগরীর দক্ষিণ অংশে শুরু হয় রথযাত্রা। তাতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরের বাইরে বের হওয়া মানুষ। অফিস ছুটির পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ছবিটি সায়েন্স ল্যাব মোড় থেকে তোলা
রাজধানীর বারিধারা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নাঈম ইসলাম। থাকেন আগারগাঁও এলাকায়। গতকাল রবিবার সকালে আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে শাহবাগ পৌঁছাতে তার সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। তাও মোটরসাইকেলে। সাধারণত এই পথ ২৫ থেকে ৩৫ মিনিটে তিনি যাতায়াত করেন। কিন্তু এই যানজটের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক শিক্ষার্থীরা অবরোধ করে রাখায় যান চলাচলে অচল অবস্থা তৈরি হয়েছে।
জানতে চাইলে নাঈম ইসলাম বলেন, ১১টা থেকে ১২টার দিকে শাহাবাগমুখী সড়কে মোটরসাইকেল চালানোর কোনো উপায় ছিল না। খুব কষ্ট করে পৌঁছাতে হয়েছে। কিন্তু উল্টো দিকের পথ প্রায় ফাঁকা ছিল।
কথা হলে ঠিকানা পরিবহনের বাস চালক মো. আব্দুল্লাহ জানান, আমি চানখারপুল এলাকায় আটকা পরি নাই। গড়ি নিয়ে চলে আসতে পারছি। কিন্তু এখন সায়েন্সল্যাবে এসে দেখি রাস্তা বন্ধ। এখানেই আধা ঘণ্টার ওপর আটকাইয়া আছি। কখন লড়তে পারবো বুঝতেছি না।
কারওয়ান বাজার জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ কুমার দাস বলেন, সকাল থেকে দুপুরের দিকে শাহাবাগমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল না। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। কোটাবিরোধী আন্দোলনের ফলে কোনো গাড়ি কারওয়ান বাজার থেকে শাহবাগের দিকে যেতে পারছে না। ফলে এ যানজট ফার্মগেট-তেজগাঁও ছাড়িয়ে বিজয় সরণি পর্যন্ত পৌঁছেছে।
কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে ঢাকায় গতকাল পূর্ব নির্ধারিত রথযাত্রাও রয়েছে। রথযাত্রার কারণে দুপুর ৩টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকার স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পরেছে অন্যান্য সড়কে। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ভবন চত্বর, গুলিস্তান, হাইকোর্ট মোড়ে যানজট ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসবকে কেন্দ্র করে যানজটের বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও খণ্ড খণ্ড অবরোধের কারণে শাহবাগ, সায়েন্স ল্যাব, চানখাঁরপুল মোড়, আগারগাঁও, মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তাই আগেই ডিএমপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছি যানজটের আশঙ্কাপূর্ণ এলাকায় যেন সড়ক ব্যবহারকারীরা অতিরিক্ত সময় নিয়ে বের হন। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরসনে তারা কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব