ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৮:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:২৪:২৬ পূর্বাহ্ন
দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ
দেশে জাতীয়ভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত বাহকের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশএর মধ্যে মহিলার সংখ্যা ১১ দশমিক ২ শতাংশ এবং পুরুষের সংখ্যা ১১ দশমিক ৯ শতাংশ১৪ থেকে ৩৫ বছর বয়সী বিবাহি ও অবিবাহিত জনগোষ্ঠির মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়এটি ৮ হাজার ৬৮০ জনের ওপর জরিপ করেছেনগতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪শের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছেএ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারবিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানপ্রতিবেদন উপস্থাপন করেন ফোকাল পয়েন্ট কর্মকর্তা লিজেন শাহ নঈমবক্তব্য রাখেন বিবিএসের উপমহাপরিচালক ওবায়দুল ইসলামপ্রতিবেদনে বলা হয়েছে, থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা সবচেয়ে বেশি রংপুরে ২৭ দশমিক ৭ শতাংশদ্বিতীয় স্থানে আছে রাজশাহীতে ১১ দশমিক ৩ শতাংশতৃতীয় স্থানে আছে চিটাগাংয়ে ১১ দশমিক ২ শতাংশএ ছাড়া ময়মনসিংহে ৯ দশমিক ৮ শতাংশখুলনা ৮ দশমিক ৬ শতাংশঢাকা ৮ দশমিক ৬ শতাংশবরিশাল ৭ দশমিক ৩ শতাংশসিলেটে সব চেয়ে কম ৪ দশমিক ৮ শতাংশপ্রতিবেদনে আরও বলা হযেছে, দেশে হেপাটাইসিস বি আক্রান্তের সংখ্যা এক দশমিক ২ শতাংশ এবং হেপাটাইসিস সি আক্রান্তের সংখ্যা শূন্য দশমিক শূন্য ৫ শতাংশপরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান বলেন, ‘বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বিয়ে করা দরকারতাহলে ভবিষ্যত প্রজন্মে এ রোগ কমে যাবেএত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সার্ভে করেছেছোট দিয়ে আমরা বড় সার্ভে করতে পারবকষ্ট নিবারণ করতে পারি নাআমাদের কাছে সাহায্যে চাইলে ৫ হাজার ৭ হাজার টাকা সাহায্য করিএর চেয়ে বেশি করতে পারি নাপরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগের সচিব বলেন, ‘থ্যালাসেমিয়া রোগ নির্মূল করা সম্ভবযদি বাহক টু বাহক বিবাহ বন্ধ করা যায়এজন্য একটা নীতিমালা থাকা দরকারস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি নেইআমরা সরকারি বেসরকারি জেলা পর্যায়ে সব জায়গাতেই সচেতন থাকার চেষ্টা করি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স