ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৮:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:২৪:২৬ পূর্বাহ্ন
দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ
দেশে জাতীয়ভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত বাহকের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশএর মধ্যে মহিলার সংখ্যা ১১ দশমিক ২ শতাংশ এবং পুরুষের সংখ্যা ১১ দশমিক ৯ শতাংশ১৪ থেকে ৩৫ বছর বয়সী বিবাহি ও অবিবাহিত জনগোষ্ঠির মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়এটি ৮ হাজার ৬৮০ জনের ওপর জরিপ করেছেনগতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪শের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছেএ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারবিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানপ্রতিবেদন উপস্থাপন করেন ফোকাল পয়েন্ট কর্মকর্তা লিজেন শাহ নঈমবক্তব্য রাখেন বিবিএসের উপমহাপরিচালক ওবায়দুল ইসলামপ্রতিবেদনে বলা হয়েছে, থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা সবচেয়ে বেশি রংপুরে ২৭ দশমিক ৭ শতাংশদ্বিতীয় স্থানে আছে রাজশাহীতে ১১ দশমিক ৩ শতাংশতৃতীয় স্থানে আছে চিটাগাংয়ে ১১ দশমিক ২ শতাংশএ ছাড়া ময়মনসিংহে ৯ দশমিক ৮ শতাংশখুলনা ৮ দশমিক ৬ শতাংশঢাকা ৮ দশমিক ৬ শতাংশবরিশাল ৭ দশমিক ৩ শতাংশসিলেটে সব চেয়ে কম ৪ দশমিক ৮ শতাংশপ্রতিবেদনে আরও বলা হযেছে, দেশে হেপাটাইসিস বি আক্রান্তের সংখ্যা এক দশমিক ২ শতাংশ এবং হেপাটাইসিস সি আক্রান্তের সংখ্যা শূন্য দশমিক শূন্য ৫ শতাংশপরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান বলেন, ‘বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বিয়ে করা দরকারতাহলে ভবিষ্যত প্রজন্মে এ রোগ কমে যাবেএত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সার্ভে করেছেছোট দিয়ে আমরা বড় সার্ভে করতে পারবকষ্ট নিবারণ করতে পারি নাআমাদের কাছে সাহায্যে চাইলে ৫ হাজার ৭ হাজার টাকা সাহায্য করিএর চেয়ে বেশি করতে পারি নাপরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগের সচিব বলেন, ‘থ্যালাসেমিয়া রোগ নির্মূল করা সম্ভবযদি বাহক টু বাহক বিবাহ বন্ধ করা যায়এজন্য একটা নীতিমালা থাকা দরকারস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি নেইআমরা সরকারি বেসরকারি জেলা পর্যায়ে সব জায়গাতেই সচেতন থাকার চেষ্টা করি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ