ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

শিগগিরই বার্ন ইউনিটের কাজ শুরু করতে চায় চীন : স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৭:৩০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৭:৩০:৪০ অপরাহ্ন
শিগগিরই বার্ন ইউনিটের কাজ শুরু করতে চায় চীন : স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনগতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় স্থানটি পরিদর্শনে যান তিনিএসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করতে চায় চীনআমরাও চাই একই সময়ে সবকিছু দিয়ে ইউনিটটি চালু করতেওই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছিপ্রধানমন্ত্রী চীন সফর করে আসার পর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবেপরিদর্শন শেষে মন্ত্রী চমেক হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেনএ সময় হাসপাতালের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এমআরআই মেশিন নষ্ট থাকার বিষয়টি অবহিত করা হলে তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি এই মেডিকেল কলেজের ছাত্র হিসেবে বলছি না, একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসেবে বলছি- ঢাকা মেডিকেলের পর চট্টগ্রাম মেডিকেলের অবস্থানএখানে যদি এই মেশিন নষ্ট থাকে এটি ঠিক করা জরুরিএ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রীচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সারাজীবন ডাক্তারি করে আসছিমন্ত্রী হয়েছি মাত্র ছয় মাস, এর আগে আপনাদের মত আমিও অনেক দৌড়াদৌড়ি করেছিচট্টগ্রাম মেডিকেল কলেজ আমার সেকেন্ড হোমএখানে হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ আছেনআমি একটি অনুরোধ করবো, আপনারা আমাকে একটি তালিকা করে দেন; কোনটা কাজটা আগে করতে হবে, কোনটা পরেইউরোলজি ওয়ার্ডে গিয়ে রোগীর চাপ দেখেছিকক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী থেকে রোগী এখানে আসছেচট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রায় আমাকে আবেদন দেওয়া হয়, বিশেষ করে গাইনি বিভাগ থেকেপ্রায় চিকিৎসক ঢাকা চলে যেতে চায়গাইনি বিভাগ থেকে যদি সবাই চলে যেতে চায়, তাহলে চলবে কিভাবে? আমরা একটা নীতিমালা করতে যাচ্ছিএকটা সুন্দর নীতি অনুযায়ী আমি যাতে সব মেডিকেল কলেজে পোস্টিং দিতে পারি- সেই কাজ করছিআমি ঠিক করেছি ঢাকায় বেশিদিন থাকবো নামাত্র দুইদিন থাকবোআর বাকি দিন আমি বাইরে ঘুরে বেড়াবোমন্ত্রী বলেন, আমি দুঃখের সাথে বলছি- মেডিকেল কলেজগুলোতে, একটি সরকারি হাসপাতালে বিকেল পাঁচটায় গিয়ে কাউকে পাইনিআমার কাছে এরকম প্রমাণ আছেঅনুরোধ করছি, আপনারা আমাকে সার্ভিস দেনআপনাদের জন্য যা দরকার করবোআপনাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মিটিং করেছিপার্লামেন্টে এটি নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছিচিকিৎসকদের সুরক্ষা, চিকিৎসকদের মান-সম্মান এটা আমার টপ প্রায়োরিটিআমার চিকিৎসকদের ভালোভাবে রাখতে পারলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা থাকবেআমি যদি তাদের বাসস্থান ঠিক রাখতে না পারি, তাহলে কোনদিন তাদের থেকে সার্ভিস আশা করতে পারি নাতাদের জন্য চিকিৎসার সব সাপোর্ট দিতে হবেতাহলে ঢাকা শহরে রোগীর চাপ কমে যাবেআমি আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাবো নাযেটুকু পারবো সেটুকুই বলবোএকদিনে বা রাতারাতি সবকিছু সমাধান করতে পারবো নাআপনারা আমাকে সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছাতে পারবোতিনি বলেন, আমি মাননীয় সংসদ সদস্যদের প্রায় সময় অনুরোধ করি- আপনারা একটু আপনাদের হাসপাতালগুলোতে যানহাসপাতালে গিয়ে নিজেদের চেকআপ করানতাহলে হাসপাতালের মান অনেক বাড়বেগতকাল একটি প্রাইভেট হসপিটালে গিয়েছিক্লিনিক চলবে কিন্তু ইমার্জেন্সিতে একটা ডাক্তার এপ্রোভ করবেন না, একটা অক্সিজেনের সিলিন্ডার থাকবে না- এটা মেনে নেওয়া যায় নাআমি সাংবাদিক ভাইদের সবসময় বলি- এটি অভিযান নয়, এটি হচ্ছে পরিদর্শনএ সময় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলিকপ্টার সংযোজনের ইচ্ছে প্রকাশ করেন মন্ত্রীডা. সামন্ত লাল সেন বলেন, আজকে চমেক হোস্টেলের সামনে দিয়ে আসছিলামডিজি সাহেবকে বললাম, সেই হোস্টেল আছে এখনওএতগুলো ছেলে-মেয়ে থাকে, এটা দ্রুত সংস্কার করা দরকারসভা শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের সব ডিপার্টমেন্টকে যদি স্বাবলম্বী করতে পারি তাহলে এখানে চাপ কমে আসবেসভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেনসভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেনপরে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার মান দেখতে তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেনএরপর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন তিনিএ সময় চিকিৎসাসেবার মান যাচাই করতে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর হাতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স