ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
* জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়েছে বৃষ্টি * বন্যা নিয়ন্ত্রণে নেই যথাযথ পরিকল্পনা

মাসজুড়ে থাকবে বন্যা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৭:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৭:২২:৩৭ অপরাহ্ন
মাসজুড়ে থাকবে বন্যা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশপ্রতি বছর দুর্যোগের মুখোমুখি হয়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত হই আমরাএছাড়া বর্ষা এলে দেশে বেড়ে যায় বন্যার শঙ্কাপাশাপাশি সাগরে লঘুচাপের ফলে সারাদেশে বেড়েছে বৃষ্টিএই বৃষ্টি থাকবে জুলাই জুড়েইতোমধ্যে জুনের শেষদিকে শুরু করে সিলেট, ফেনী ও কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছেএতে ক্ষতির সম্মুখীন অঞ্চলগুলোর লাখো বাসিন্দাএদিকে এবারের বর্ষায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরাতারা বলছেন, বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাইয়েতবে এবার বৃষ্টির পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি হবে এবং এই মৌসুমে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারেদেশের উত্তরাঞ্চলে এ বন্যা পরিস্থিতি তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসজুলাইয়ে আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারেঅন্যদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, এখন যেহেতু বর্ষা মৌসুম, তাই প্রতি বছরই এ সময়ে স্বল্প ও মধ্যমেয়াদি বন্যা হয়আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকার মাত্র ১০ শতাংশ বাংলাদেশে৯০ শতাংশের বেশি পানি আসে ভারত থেকেবর্ষা মৌসুমে এই পানি আসার প্রভাবে বন্যা পরিস্থিতি তীব্র হচ্ছেবর্তমানে আটটি নদীর ২১টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেবন্যা থাকবে এ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ততবে আগস্ট মাসেও বন্যার ঝুঁকি রয়েছেইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছেউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ডনদ-নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়েপানিবন্দি এ অঞ্চলের কয়েক লাখ মানুষসিলেটবাসীর এই ভোগান্তি চলতি জুলাই জুড়ে থাকার শঙ্কা রয়েছেনতুন করে বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামেএ এলাকায় ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ ছোটবড় সব নদ-নদীর পানি বেড়েছেবিভিন্ন স্থানে যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেএরইমধ্যে জেলার ৪২১টি চর-দ্বীপের ৩০ হাজার পরিবার পানিবন্দিনিম্নাঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছেজেলার ৮৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছেএরমধ্যে ৩৭টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে প্রতি বছর বন্যা হওয়াটা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছেফলে দেশে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেপাহাড়ি ঢল, আন্তসীমান্ত নদীর পানি, অপরিকল্পিত অবকাঠামো, নদী দখল ও টেকসই বাঁধের অভাবে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছেবন্যার মধ্যেই মড়ার ওপর খাড়ার ঘাঁ হিসেবে শুরু হয়েছে তীব্র নদীভাঙনবন্যার পূর্বাভাসে শুধু নদ-নদীর পানি বাড়া-কমা ও বিপদসীমার ওপর প্রবাহিত হবে কিনা এটাই বলেকিন্তু কোন এলাকায় কোন ফসলের ক্ষেত ভাসবে, কোন গ্রাম তলিয়ে যাবে, এগুলোর তথ্য আমাদের কাছে নেইঅথচ আমরা জানি প্রতি বছর দেশে বন্যা হবে
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসাইন খান বলেন, বর্ষায় বন্যা এখন দীর্ঘমেয়াদি ক্ষতি করছেবন্যা কখন আসবে, কী পরিমাণে পানি আসবে, কোন চ্যানেল দিয়ে আসবে-এ তথ্যটা আমরা যথাযথভাবে পাচ্ছি নাভারত কোন সময় পানি ছাড়বে, আবার কোন সময় আটকাচ্ছে, সেটা নিয়ে আমাদের যৌথ নদী কমিশন কার্যকর কোনো ভূমিকা রাখে নাজলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন নতুন ঝুঁকি আসছেবৃষ্টিপাত বাড়ছে, কিন্তু বন্যার সুষ্ঠু ব্যবস্থাপনা নেইআমরা এখনো আদিকালের মতো বন্যা ব্যবস্থাপনা করছিবন্যার পর কৃষি অধিদফতরকে তাদের কাজ করতে হবেএকইভাবে মৎস্য অধিদফতর ও এলজিইডিকে তাদের কাজ করতে হবেশুধু ত্রাণ দিয়ে বন্যা ব্যবস্থাপনা হবে নাবন্যার কারণগুলো নির্ধারণ করে সেগুলো বন্ধে সমন্বয় করে কাজ করতে হবেবলছিলেন জাকির হোসাইন খান
পানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল বলেন, আমাদের নদীগুলোর সঙ্গে সংযুক্ত খাল ও জলাশয়কে নষ্ট করে ফেলা হয়েছেপরিবেশগত অধিকার বিবেচনা না করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছেআমাদের আইনে কিন্তু আছে প্লাবন অঞ্চলের শ্রেণি পরিবর্তন করা যাবে নাকিন্তু দেখা যায়, রেললাইন ও রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, অথচ সেটার নিচ দিয়ে পানি প্রবাহের সঠিক জায়গা রাখা হয় নাএকইভাবে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করায় এবং নদীর ড্রেজিং না করায় পানি লোকালয় থেকে বের হচ্ছে নাআমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে প্লাবন অঞ্চলগুলো ভরাট করে ফেলেছি
পানিসম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, বাংলাদেশ যত পানি আসে সব ভারত থেকে আসা পানি, আন্তঃ সীমান্ত নদীর পানিআমাদের যৌথ নদী কমিশন কী করে জানি নাবর্ষায় আন্তসীমান্ত নদীর পানি কতটুকু আসবে, কোন পয়েন্ট দিয়ে আসবে, সেখানে সতর্কবার্তা, সেটা দেখার দায়িত্ব যৌথ নদী কমিশনেরঅথচ তারা ঘুমিয়ে আছেমোহাম্মদ এজাজ আরও বলেন, তিস্তা ও যমুনা এক সময় এক কিলোমিটার চওড়া ছিলএখন সেটা ভাঙতে ভাঙতে সাত কিলোমিটার চওড়া হয়েছেএখানে অন্যতম কারণ হলো তিস্তা যমুনায় অসময়ের পানি আসা, যেটা ভারত থেকে আসেফলে নদীর পাড়গুলো ভেঙে আশপাশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছেএই পানিগুলো নামার যে জায়গা আছে, সেটা ভরাট হয়ে যাচ্ছেসিলেটে বন্যার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ঢাকা-সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের রাস্তাএই রাস্তাগুলো পানি বের হওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছেএছাড়া পাহাড়ে গাছপালা নিধনের কারণে পানি সরাসরি চলে আসছেনদীগুলো ড্রেজিংও হচ্ছে নাএসব বিষয়ে সরকারের সঠিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি নেইফলে বছর বছর বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, আমরা তো দুর্যোগ নিয়ে সচেতন করিসচেতনতা নিয়ে আমাদের অনেক প্রকল্প রয়েছেবন্যা ও এর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ করে পানিসম্পদ মন্ত্রণালয়বন্যা হলে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ থেকে শুরু করে ক্ষতিগ্রস্তদের জন্য সব ব্যবস্থা করে থাকিএগুলো পর্যাপ্ত কেন হবে না? জেলা প্রশাসন থেকে যে চাহিদা দেওয়া হয় আমরা সে অনুযায়ী দিয়ে থাকি
পানিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ বলেন, আমরা ভাটির দেশযে কারণে আমরা বেশি ভুক্তভোগীউজান থেকে পানি ভাটিতে আসবে, এটা স্বাভাবিকএখানে ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ নেইশুষ্ক মৌসুমে আমরা পানি পাই না, অথচ এখন তিস্তার পানিতে ভেসে যাচ্ছেএটা একটা সমস্যাবর্ষা মৌসুমে ৮৮ শতাংশ পানি আসে আমাদের আন্তঃ সীমান্ত নদীগুলো থেকেবন্যা একটা ন্যাচারাল ফেনোমেনাবন্যার অনেক ফ্যাক্টর রয়েছেনদীর পানি কখনো ঠেকিয়ে রাখা যায় নাআমরা যেটা করতে পারি সেটা হলো বন্যা ব্যবস্থাপনাসরকার বন্যা পূর্ববর্তী, বন্যাকালীন ও বন্যা পরবর্তী তিনটি ধাপে কাজ করছে
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আমাদের দেশে এখনো স্বাভাবিক বৃষ্টি হচ্ছেতবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বেদেশে যে বৃষ্টিপাত হয়, সৃষ্ট বন্যায় সেটার প্রভাব কমআমাদের দেশের নদীগুলোর উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারসেখানে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের দেশে বন্যা হয়ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে জুলাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে এই পানির চাপ আমাদের এখানেও আসবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স