দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। দেশটির সরকার গতকাল বুধবার এই কথা বলেছে। জন্মহার বাড়ানোর নানা উদ্যোগ সত্তবেও দেশটিতে জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে। বিশ্বের অন্যতম দীর্ঘ আয়ুর দেশ দক্ষিণ কোরিয়ায় জন্মহার সবচেয়ে কম। এই দুইয়ের সংমিশ্রণে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত এই চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির জন্মহার ২০২৩ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। যদিও বর্তমানের পাঁচ কোটি ১০ লাখ জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন। বর্তমানের এই প্রজনন হার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ায় ২১০০ সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে দুই কোটি ৬৮ লাখে। দক্ষিণ কোরিয়ায় ২০২৩ সালে দুই লাখ ৩০ হাজার নতুন শিশু জন্ম নিয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৯ হাজার ২০০ কম। দক্ষিণ কোরীয় সরকার শিশু জন্মদানে উৎসাহিত করতে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে
- আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৭:১৫:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৭:১৫:৩৯ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ